অনুসন্ধান নিউজ :: শাল্লার কৃতি সন্তান ডাক্তার আবুল কালাম চৌধুরী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে পদোন্নতি পাওয়ায়, শাল্লা উপজেলা আওয়ামী লীগ নেতা চৌধুরী রোবায়েত হোসেন (রবিন) এর উদ্যোগে সিলেটে অবস্থানরত শাল্লার বিভিন্ন পেশাজীবি মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে।
গতকাল সিলেট নগরীর মদিনা মার্কেটে মিষ্টি বিতরণ কালে উপস্থিত ছিলেন চৌধুরী রোবায়েত হোসেন (রবিন),জামাল আহমদ,মিহির তালুকদার, মাফিকুল ইসলাম, এডভোকেট গোলাম রব্বানী,মাসুম তালুকদার (শিক্ষক), টিপু দাস, সারোয়ার হোসেন, মছন মিয়া,শশাংক দাস,সুব্রত রায় (প্রভাসক) সহ আরো অনেকে।
শাল্লা উপজেলা আওয়ামী লীগ নেতা চৌধুরী রোবায়েত হোসেন (রবিন) জানান, শাল্লা উপজেলার মনুয়া গ্রামের কৃতি সন্তান ডাক্তার আবুল কালাম চৌধুরী অধ্যাপক হিসেবে পদোন্নতি হওয়ার খবরে শাল্লাবাসী উচ্ছাসিত। আমরা চাই আমাদের গর্ব কালাম চৌধুরী সাফল্যের শিখরে পৌঁছে অবহেলিত শাল্লার গৌরব বয়ে আনুক।