অনুসন্ধান নিউজ :: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলা উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (১৫ আগষ্ট) সোমবার সন্ধ্যায় নগরীর কুমারগাও বাস ট্রার্মিনালস্থ অস্থায়ী যুবলীগের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলা সভাপতি জিল্লুর রহমান এর সভাপতিত্বে ও শায়েস্তা তালুকদার এর পরিচালনায়
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিটের সাবেক ইউনিট কমান্ডার মির্জা জামাল পাশা, বিশেষ অতিথি উপস্থিত বক্তব্য রাখেন,মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও সিলেট বিভাগীয় সম্মনয়কারী নুর আহমদ কামাল, জাতীয় শ্রমিকলীগ সিলেট মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার আহমদ ,
আরও উপস্থিত ছিলেন. মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলা সহ সভাপতি ফকর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, সহ সাংগঠনিক ফাতিন নুর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাবুল মিয়া, দপ্তর সম্পাদক হেলিম খান, মহিলা বিষয়ক সম্পাদিকা সেলিনা খান সেলি, সহ সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধার সন্তান আব্দুল মন্নান,মুক্তিযোদ্ধা যুব কমান্ড নেতা ফারুক মিয়া,শাহীন আহমদ, আব্দুর রশিদ সহ নেতৃবৃন্দ প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান হাবিব।