অনুসন্ধান নিউজ :: দৈনিক মজুরি ৩০০ টাকায় উন্নীকরণের দাবিতে সিলেটে টানা ৫ দিন ধরে টানা কর্মবিরতি পালন করছেন চা শ্রমিকরা। এর আগে ৪ দিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন তারা। কর্মবিরতি পালনের পাশাপাশি বিক্ষোভ প্রদর্শন ও মিছিলও করেছন চা-শ্রমিকরা।
জানা যায়, বুধবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে মালনিছড়া চা-বাগানের মন্দিরের পাশে শ্রমিকদের জড়ো হন। সাড়ে ১১টার দিকে তারা মজুরি বৃদ্ধির দাবিতে মিছিল বের করেন। পরে লাক্কাতুরা চা-বাগানের শ্রমিকেরাও ওই মিছিলে যোগ দেন। মিছিলটি সিলেট বিমানবন্দর সড়ক হয়ে লাক্কাতুরা চা-বাগানের কার্যালয়ের সামনে এসে পৌঁছায়। সেখানে কিছু সময় অবস্থানের পর শ্রমিকেরা আবার মিছিল নিয়ে লাক্কাতুরা চা-বাগানের দিকে চলে যান।
কর্মসূচিতে অংশ নেওয়া চা শ্রমিকরা বলেন- ‘আমরা কাজ করতে প্রস্তুত। কিন্তু আমাদের প্রাপ্য মজুরি দিতে হবে। দীর্ঘদিন ধরে চা-শ্রমিকেরা বঞ্চিত হয়ে আসছেন। মজুরি, চিকিৎসা, শিক্ষা, বাসস্থানসহ বিভিন্ন দিকে আমাদের পিছিয়ে রাখা হয়েছে। এখন আমরা আমাদের প্রাপ্য দাবি চাইছি।’
৩০০ টাকা মজুরির দাবিতে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের ডাকে সিলেট ও চট্টগ্রামসহ সারা দেশের ২৩১টি বাগানের শ্রমিকরা ধর্মঘট পালন করছেন। গত শনিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেন তাঁরা। চা-শ্রমিকদের ধর্মঘট নিরসনে মঙ্গলবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রমিকনেতাদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী। তবে বৈঠকটি ফলপ্রসূ হয়নি। এ কারণে আজ (বুধবার) ঢাকায় দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসেছে শ্রম অধিদপ্তর।
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকনেতারা।
সংশ্লিষ্টরা জানিয়েছেন- পাঁচ দিন ধরে চা উৎপাদন বন্ধ হয়ে আছে। এতে চা-শিল্পে প্রভাব পড়ছে। এমনিতেই চা-শিল্প বিভিন্ন কারণে বাধাগ্রস্ত হচ্ছে। এর মধ্যে শ্রমিকদের এমন ধর্মঘটে এই শিল্প খাত আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাগানে নতুন পাতা গজিয়েছে। পাতাগুলো এখনই তোলা না হলে সেগুলো মান হারাবে।
এদিকে, চা শ্রমিকদের ধারাবাহিক কর্মবিরতি ও আন্দোলনের কারণে সিলেট ও চট্টগ্রামের ১৬৮ চা বাগানে থেকে দৈনিক ২০ কোটি টাকারও বেশি মূল্যমানের চা-পাতা নষ্ট হচ্ছে বলে দাবি বাগান মালিকদের।
তারা বলছেন- বাংলাদেশের চা-শিল্প যখন বিশ্ববাজারে প্রভাব বিস্তার করছে। ঠিক তখনই এমন আন্দোলন ৩ হাজার ৫শ কোটি টাকার বাজারকে ঝুঁকিতে ফেলে দিচ্ছে।