শিরোনাম :
সিলেট থেকে পায়ে হেঁটে হজ করতে যাত্রা শুরু করল ফয়সল আহমদ সাগর কাউন্সিলর আজাদের বাসভবনে হামলা, সিসিক মেয়র ও কাউন্সিলরদের নিন্দা কাউন্সিলর আজাদুর রহমানের বাসায় হামলা : দুর্বৃত্তদের খুঁজছে পুলিশ খালেদা জিয়ার সুস্থতা কামনায়-নগরীর ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যাগে দোয়া মাহফিল খালেদা জিয়ার সুস্থতা কামনায়-নগরীর ৮,৯ ও ৩৭নং ওয়ার্ড বিএনপির যৌথ উদ্যাগে দোয়া মাহফিল সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক আন্তর্জাতিক নির্যাতন বিরোদী দিবস উপলক্ষে বিএমবিএফ এর আলোচনা সভা সিলেটে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ অস্তিত্ব টিকিয়ে রাখতে বৃক্ষরোপণ সিলেটে বন্যার পানি নামছে ধীরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট ছাত্রদলের দোয়া মাহফিল

পিআইবি র’প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিলেন গোয়াইসঘাট প্রেসক্লাবসহ ১৮ জন সাংবাদিক

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৮৯ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি:: সাংবাদিকদের নিয়ে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি ও অনুসন্ধানীমূলক রিপোর্টিং প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জৈন্তাপুরে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন গোয়াইসঘাট প্রেসক্লাবসহ ১৮ জন সাংবাদিক। অনুসন্ধানমূলক প্রশিক্ষণে অংশ নেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি ও সিলেট ভিউ ও উত্তরপূর্বের প্রতিনিধি এম এ মতিন, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক ও সমকাল প্রতিনিধি মো. জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও কাজির বাজার প্রতিনিধি মো. করিম মাহমুদ লিমন, অর্থ সম্পাদক ও আজকের পত্রিকার প্রতিনিধি মিনহাজ মির্জা, নির্বাহী সদস্য ও জালালাবাদ প্রতিনিধি আব্দুল মালিক, নির্বাহী সদস্য ও সিলেটের ডাক’র প্রতিনিধি মনজুর আহমদ, নির্বাহী সদস্য ও সিলেট বাণী প্রতিনিধি মো. আলী হোসেন। বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নেন গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও দৈনিক জৈন্তাবার্তার ইলিয়াস আকরাম, দপ্তর সম্পাদক ও ভোরের ডাক প্রতিনিধি রফিক সরকার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও খোলা কাগজের প্রতিনিধি শাহআলম আহমেদ, নির্বাহী সদস্য ও শ্যামল সিলেট প্রতিনিধি হারুন অর রশিদ, নির্বাহী সদস্য ও ৭১ বাংলা টিভির প্রতিনিধি দুর্গেশ সরকার বাপ্পি। এছাড়াও গোয়াইনঘাটের কর্মরত সাংবাদিকদের মধ্যে দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি মো. নজরুল ইসলাম, দৈনিক জৈন্তাবার্তার প্রতিনিধি সৈয়দ হেলাল আহমদ বাদশা, দৈনিক বিজনেস বাংলাদেশ প্রতিনিধি নাজিম আহমেদ ও দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি আজিজুর রহমান, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি সাইদুল ইসলাম। শনিবার (২০ আগস্ট) বিকেলে জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সমাপনী ও সনদপত্র অনুষ্ঠানে সভা প্রধানের দায়িত্ব পালন করেন পিআইবি’র পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আফরাজুর রহমান। প্রশিক্ষণ কর্মশালার কো-অর্ডিনেটর শাহআলম সৈকত’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার ওসি তদন্ত আব্দুর রব এবং জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম।এছাড়াও বক্তব্য রাখেন, চার উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। উল্লেখ্য, গত বৃহস্পতিবার ১৮ আগস্ট চার উপজেলার ৭০ জন গণমাধ্যমকর্মীর অংশগ্রহণে সাংবাদিকতায় বুনিয়াদি ও অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণে জৈন্তাপুর উপজেলা সদরে অবস্থিত সাইট্রাস গবেষণা কেন্দ্র অডিটরিয়াম ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain