বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে সীমান্ত ব্যাংক এর বৃক্ষরোপণ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ১২৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে সীমান্ত ব্যাংক লিমিটেড এর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার ২৬ আগষ্ট সিলেটের আখালিয়াস্থ সীমান্ত ব্যাংকের আঙ্গিনায় বিভিন্ন রকমের বনজ ও ওষুধি গাছের চারা রোপন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচির প্রধান অতিথি, সীমান্ত ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রফিকুল ইসলাম গাছের চারা লাগিয়ে উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন সীমান্ত ব্যাংক সিলেট ক্লাস্টার হেড তারেক মাহমুদ এবং শাখার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শোকের মাস আগষ্ট মাস, ঘাতকদের বুলেটের আঘাতে বঙ্গবন্ধু সহ স্বপরিবারে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করি।

তিনি আরও বলেন, আজকের রোপণ করা এসব গাছের মাধ্যমে আগামী প্রজন্মের মাঝে জাতির পিতা আদর্শ ও চেতনা ছড়িয়ে পরবে। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। গাছ লাগানোর মাধ্যমে আমরা পরিবেশের উন্নতি ঘটাতে চাই। দেশ সবুজ- শ্যামলে পরিনত হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। সবাই বিশুদ্ধ অক্সিজেন পাবো, গাছ থেকে ফলমূল পাবো, বনজ গাছে কাঠের চাহিদা মিঠবে। তাই আসুন আমরা বৃক্ষ রোপন করি জনে জনে থাকে যেন সবার মনে, সামাজিক আন্দোলন গড়ে তুলি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain