অনুসন্ধান নিউজ :: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। রোববার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ি মো. আমির আলী (৩০)। আমির আলী সিলেটের ওসমানীনগর থানার গোয়ালাবাজার দাসপাড়া এলাকার মৃত কলমদর আলীর ছেলে।
ডিবি জানায়, শনিবার (২৭ আগস্ট) রাতে বন্দরবাজার ও সোবহানীঘাটগামী রাস্তা ও রংমহল টাওয়ার সংলগ্ন ইকবাল চুলাঘর নামীয় দোকানের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় আসামীর কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।