অনুসন্ধান নিউজ :: সিলেট এমসি কলেজের ইংরেজি বিভাগের (সম্মান) ৪র্থ বর্ষের ছাত্র প্রণব চন্দ্র দাস (২৩) গত ২৯ আগস্ট থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার পুটকা গ্রামের পরিমল দাসের ছেলে।
প্রণব সিলেটের পশ্চিম পাঠানটোলা থেকে পড়াশোনা করতেন। ২৯ আগস্ট রাত ৯ টার দিকে টিউশনি করানোর কথা বলে মেস থেকে বের হয়ে আসেন তারপর আর মেসে ফেরেন নি সম্ভাব্য সকল জায়গায় খোজাখুজি করার পরেও পাওয়া যায় নি। এই ঘটনায় ৩০ আগস্ট প্রনবের ভাই অভিজির দাস সিলেটের কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
তাৎক্ষণিক ভাবে পুলিশ এবং মিডিয়ার তৎপরতায় রাত প্রায় ১ টার দিকে তাকে খোঁজে পাওয়া যায়। সে এখন বাসায়ই আছে। এই তথ্য প্রণবের ভাই অভিজিত নিশ্চিত করেন এবং তিনি তার ফেইসবুকে একটা পোস্ট করেন এতে মিডিয়া এবং পুলিশ সহ সবাইকে ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি