অনুসন্ধান নিউজ :: ‘আগামী শনিবার (৩ সেপ্টেম্বর) সিলেটসহ দেশের চারটি জেলার চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিকেল চারটায় লাক্কাতুরা চা বাগানের গলফ ক্লাব মাঠে বিকেল চারটায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সিলেট অঞ্চলের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
এদিকে, প্রধানমন্ত্রীর মতবিনিময় সামনে রেখে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে জেলা প্রশাসনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান। এতে পুলিশ ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, বাগান ম্যানেজার, চা শ্রমিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় প্রধানমন্ত্রীর মতবিনিময় সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট সকল বিভাগকে বিভিন্ন নির্দেশনা প্রদান করে জেলা প্রশাসন।