অনুসন্ধান নিউজ :: স্বেচ্ছাসেবক দল নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সিলেটে মিছিল ও সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দলের সিলেটের নেতাকর্মীরা। রবিবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৫টার সময় নগরীর রিকাবীবাজার থেকে অভিনন্দন জানিয়ে এক শুভেচ্ছা মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
স্বেচ্ছাসেবক দলনেতা মানিকুর রহমান মানিক এর সভাপতিত্বে ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মহানগর কৃষ্ণ ঘোষ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু মোহাম্মদ আনসারী।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি উসমান হারুন পনির, জাবেদ আহমেদ মুহিদ, স্বেচ্ছাসেবক দল সিলেট জেলার আহবায়ক কমিটির সদস্য আদিল আহমেদ রিমন, ১০নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পারভেজ আহমেদ, ১১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ লিমন উজ্জামান লিমন, ১২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম রাব্বানী বাবলু আহাম্মেদ সুহেল আহমেদ হেলাল আহমেদ, এরশাদ আহমেদ ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব আমির আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক, শেখ সুজাদ মিয়া শেখ আজিজ সুজা, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য, হারুন মিয়া , ২৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ আজাদ,সবুজ আহমেদ সাব্বির আহমেদ জহির আহমদ বনি শিপু, সোফায়েল আহমদ, সাজ্জাদুর রহমান সাজ্জাদ ইমন আহমেদ রাসেল মিয়া, কবির আহমদ, রুবেল আহমদ, রুমান আহমদ, সাবু আহমদ, সাব্বির আহমদ, আব্দুল বাছিত, মুছা আহমদ, রনি আহমদ প্রমুখ।
মিছিল পরবর্তীতে সমাবেশে বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দল একটি গৌরবময় ও ঐতিহ্যেবাহী সংগঠন। এই সংগঠন নেতৃত্বে সব সময় আসীন হন ছাত্রদলের সাবেক নেতৃত্ববৃন্দ। নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে সভাপতি পদে সাবেক ছাত্রদল নেতা এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী, ১ম যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান কে অভিনন্দন ও সংগ্রামী শুভেচ্ছা জানান। নতুন কমিটির নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল আন্দোলন সংগ্রামসহ রাজপথে আরও বলিষ্ঠ ভূমিকা পালন করবে।