শিরোনাম :
সিলেট থেকে পায়ে হেঁটে হজ করতে যাত্রা শুরু করল ফয়সল আহমদ সাগর কাউন্সিলর আজাদের বাসভবনে হামলা, সিসিক মেয়র ও কাউন্সিলরদের নিন্দা কাউন্সিলর আজাদুর রহমানের বাসায় হামলা : দুর্বৃত্তদের খুঁজছে পুলিশ খালেদা জিয়ার সুস্থতা কামনায়-নগরীর ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যাগে দোয়া মাহফিল খালেদা জিয়ার সুস্থতা কামনায়-নগরীর ৮,৯ ও ৩৭নং ওয়ার্ড বিএনপির যৌথ উদ্যাগে দোয়া মাহফিল সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক আন্তর্জাতিক নির্যাতন বিরোদী দিবস উপলক্ষে বিএমবিএফ এর আলোচনা সভা সিলেটে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ অস্তিত্ব টিকিয়ে রাখতে বৃক্ষরোপণ সিলেটে বন্যার পানি নামছে ধীরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট ছাত্রদলের দোয়া মাহফিল

মরহুম সাইফুর রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকীতে মহানগর বিএনপির দোয়া

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৪ বার পড়া হয়েছে

 

অনুসন্ধান নিউজ :: সিলেট মহানগর বিএনপির আহবায়ক, সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেন, মরহুম এম. সাইফুর রহমান বিশ্ব বরেণ্য অর্থনীতিবিদ, বিশ্ব ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। কিন্তু ব্যক্তি ও পারিবারিক জীবনে তিনি ছিলেন অত্যন্ত সাদামাটা। তিনি সর্বজনবিদিত সিলেট বিভাগ উন্নয়নের রুপকার ও বাংলাদেশের অর্থনীতির ভিত মজবুতের স্বপ্নদ্রষ্টা ও পথপ্রদর্শক।
তিনি আরো বলেন, মরহুম এম. সাইফুর রহমান এত বিশাল মাপের বিরল ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও তাঁর মধ্যে অহংকারের ছোঁয়া ছিল না। তিনি বাংলাদেশের ইতিহাসের কিংবদন্তি ব্যক্তিত্ব, যার হৃদয় জুড়ে ছিল সিলেটবাসীর প্রতি উজার করা ভালোবাসা আর উন্নয়নের বিশালতা। তাই, তিনি সিলেটবাসী ও দেশবাসীর হৃদয়ের মণিকোঠায় স্হান করে নিয়েছেন ও থাকবেন।
সোমবার (৫ আগস্ট) বাদ মাগরিব নগরীর ভাতালিয়াস্থ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে মরহুম এম. সাইফুর রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর বিএনপির ১ম যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শাহীনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাবেক সভাপতি নাসিম হোসাইন, যুগ্ম আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদী, জিয়াউল গণি আরেফিন জিল্লুর, এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুদ্দোজা বদর, মহানগর বিএনপির সদস্য জিয়াউল হক জিয়া, নুরুল আলম সিদ্দিকী খালেদ, সৈয়দ সাফেক মাহবুব, আক্তার রশীদ, মুকুল আহমদ মুর্শেদ, আবুল কালাম, মহানগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক নিগার সুলতানা ডেইজি, ৫নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কামাল মিয়া, ৭নং ওয়ার্ড বিএনপির আহবায়ক মানিক মিয়া, ২৫নং ওয়ার্ড বিএনপির আহবায়ক রেজাউর রহমান রুজন, ১১নং ওয়ার্ড বিএনপির আহবায়ক খসরুজ্জামান খসরু, হাবিব আহমদ চৌধুরী শিলু, শেখ কবির আহমদ, মামুন আহমদ মিন্টু, মুতাহির আলী মাখন।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আফজাল উদ্দিন। সভা শেষে মরহুম এম. সাইফুর রহমানের আত্মার মাগফেরাত ও জান্নাতুল ফেরদাউস নসীবের সৌভাগ্য কামনা করে দোয়া করা হয়। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain