অনুসন্ধান নিউজ :: বৃটিশ বাংলা চ্যারিটেবল ট্রাস্টের প্রধান উপদেষ্টা, জিয়াউর রহমান ফাউন্ডেশন এর অল ইউরোপের সমন্বয়কারী ও যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন এর আশু রোগমুক্তি কামনায় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বৃটিশ বাংলা চ্যারিটেবল ট্রাস্টের সিলেটের এ্যামবেসেটর ইমদাদ হোসেন চৌধুরীর উদ্যোগে নগরীর আম্বরখানা এলাকার একটি ইয়াতিমখানা মাদ্রাসায় বুধবার বাদ আসর খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে মহান রাব্বুল আল-আমিনের নিকট কামাল উদ্দিনের হার্টের বাল্ব প্রতিস্থাপন ও পুরোপুরি সুস্থ্যতা কামনায় বিশেষভাবে মোনাজাত করা হয়। এছাড়াও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফেরাত, বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা, আরাফাত রহমান কোকো ও পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলীয় নেতাকর্মীদের জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা জাকির আহমদ।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ূম জালালী পংকী, যুগ্ম আহবায়ক সৈয়দ মিছবা, আহ্বায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও বৃটিশ বাংলা চ্যারিটেবল ট্রাস্টের সিলেটের এ্যামবেসেটর ইমদাদ হোসেন চৌধুরী, মুরশেদ আহমদ মকুল, হুমায়ূন আহমদ মাসুক, ৭নং ওয়ার্ড বিএনপির আহবায়ক মানিক মিয়া, ২৫নং ওয়ার্ড বিএনপির আহবায়ক রেজাউল ইসলাম রুজন। বিভিন্ন ওয়ার্ডের আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে আব্দুল জব্বার তুতু, মনির মিয়া, রফিকুল ইসলাম রফিক, নাজিম উদ্দিন, কামরুজ্জামান দিপু, ফজলুল হক ফজলু, এসএম সায়েম, ছাত্রনেতা মোতাল্লিব পাশা,