অনুসন্ধান নিউজ :: পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদ (পাসকপ) এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সম্মেলনের মাধ্যমে সংস্থার ১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরি পরিষদ গঠন করা হয়। শুক্রবার (৯ সেপ্টেম্বর) ‘পাসকপ’ এর নিজস্ব কার্যালয়ের মিলনায়তনে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে গৌরাঙ্গ পাত্র কে সভাপতি ও ধীরেন্দ্র মোহন পাত্র কে সাধারন সম্পাদক পদে নির্বাচিত করে দুই বছর মেয়াদী (১০ সেপ্টেম্বর ২০২২ থেকে ০৯ সেপ্টেম্বর ২০২৪) নতুন কার্যনির্বাহী পরিষদের তালিকা উপস্থাপন করেন।
এছাড়া কমিটির সহ-সভাপতি পদে শ্রী উপেন্দ্র পাত্র, সহ-সাধারণ সম্পাদক পদে সুমী পাত্র, অর্থ সম্পাদক পদে শ্রী সত্যেন্দ্র পাত্র, সাংগঠনিক পদে জগাই পাত্র, প্রচার সম্পাদক পদে রিন্টু পাত্র ও মহিলা বিষয়ক সম্পাদক পদে সুমেলা পাত্র কে নির্বাচিত করেন। সদস্য পদে পান্ন পাত্র, পিংকী পাত্র ও ভারতি পাত্র কে নির্বাচিত করে পূর্ণাঙ্গ কমিটির ঘোষনা করেন।
উল্লেখ্য যে পাসকপ একটি অলাভজনক ও স্বেচ্ছাসেবী সংস্থা। আদিবাসী পাত্র জাতিগোষ্ঠীর সার্বিক উন্নয়নে কার্যক্রম পরিচালনা করায় হলো পাসকপ এর মূল লক্ষ্য।