শিরোনাম :
সিলেট থেকে পায়ে হেঁটে হজ করতে যাত্রা শুরু করল ফয়সল আহমদ সাগর কাউন্সিলর আজাদের বাসভবনে হামলা, সিসিক মেয়র ও কাউন্সিলরদের নিন্দা কাউন্সিলর আজাদুর রহমানের বাসায় হামলা : দুর্বৃত্তদের খুঁজছে পুলিশ খালেদা জিয়ার সুস্থতা কামনায়-নগরীর ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যাগে দোয়া মাহফিল খালেদা জিয়ার সুস্থতা কামনায়-নগরীর ৮,৯ ও ৩৭নং ওয়ার্ড বিএনপির যৌথ উদ্যাগে দোয়া মাহফিল সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক আন্তর্জাতিক নির্যাতন বিরোদী দিবস উপলক্ষে বিএমবিএফ এর আলোচনা সভা সিলেটে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ অস্তিত্ব টিকিয়ে রাখতে বৃক্ষরোপণ সিলেটে বন্যার পানি নামছে ধীরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট ছাত্রদলের দোয়া মাহফিল

আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের অনুপস্থিত শক্তি-বিএনপির যুগ্ম-মহাসচিব

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১০০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট মহানগর যুবদলের সম্মেলন ও কাউন্সিল আজ রবিবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হচ্ছে। নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সম্মেলনকক্ষে দুই অধিবেশনে সাজানো অনুষ্ঠানে শনিবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হয় সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সাংসদ ও বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না এবং সিলেট জেলা মহানগর ও জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন- মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা পলায়ন করেছিলেন, তারা অস্ত্র হাতে তুলে নেননি। মৃত্যু নিশ্চিত জেনেও জিয়াউর রহমান নিজের স্ত্রী এবং নাবালক দুই শিশুসন্তানকে রেখে মুুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন। এম এ জি ওসমানী ও জিয়াউর রহমানসহ অসংখ্য নেতার রক্ত এবং আত্মত্যাগের বিনিময়ে এ দেশ স্বাধিন হয়েছে। কিন্তু আওয়ামী লীগ এখন বলে বেড়ায়, তারাই একমাত্র মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। মূলতঃ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের অনুপস্থিত শক্তি। স্বাধীনতার ঘোষণার সময় আওয়ামী লীগের নেতাদের খুঁজে পাওয়া যায়নি।

বক্তারা আরও বলেন- জাতীয়তাবাদী শক্তির গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করছে যুবদল। আজ সিলেট মহানগর যুবদল নতুন নেতৃত্ব পাবে। যারাই নেতৃত্বে আসবেন- দলীয় কার্যক্রম বেগবান করার পাশাপশি সকল মতানৈক্য ও ভেদাভেদ দূর করবেন।

উল্লেখ্য, সিলেট মহানগর যুবদলের নেতা-কর্মীদের বহুল প্রত্যাশিত সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ। এ সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে গত কয়েকদিন ধরে উৎসবের আমেজ বিরাজ করছে। এরই ধারাবাহিকতায় রবিবার সকাল থেকেই শত শত নেতা-কর্মী সম্মেলনস্থলে যোগ দেন।

পৌরসভা থেকে সিলেট সিটি করপোরেশন গঠনের পর মহানগর যুবদলের কোনো সম্মেলন বা কমিটি হয়নি। পৌরসভা থাকতে শহর যুবদলের যে কমিটি হয়েছিল, সেটা সিটি করপোরেশন হওয়ার পর বিলুপ্ত করা হয়।

শহর যুবদলের সেই বিলুপ্ত কমিটির সভাপতি এমদাদ হোসেন টিপু ওয়ান-ইলেভেনের সময় যুক্তরাজ্যে পাড়ি জমান। সেখানেই থিতু হয়েছেন তিনি। আর সাধারণ সম্পাদক মঈন উদ্দিন সুহেল মহানগর বিএনপির রাজনীতিতে জড়িত।

প্রায় দুই দশক ধরে সিলেট মহানগর যুবদলের সম্মেলন ও নতুন কমিটির প্রত্যাশায় ছিলেন নেতা-কর্মীরা। অবশেষে আজ তাদের অপেক্ষার অবসান ঘটছে। মূলত ২০১৯ সালের ১ মহানগর যুবদলের ২৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণার মধ্য দিয়ে এ শাখায় নতুন যাত্রা শুরু হয় বিএনপির অঙ্গসংগঠনটির।

কাউন্সিলে মহানগর যুবদলের সভাপতি পদে বর্তমান আহ্বায়ক কমিটির সদস্যসচিব শাহনেওয়াজ বখত তারেক ও আহ্বায়ক কমিটির সদস্য তোফাজ্জল হোসেন বেলাল প্রার্থী হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে সাবেক ছাত্রনেতা ও বর্তমানে যুবদল নেতা এমদাদুল হক স্বপন, মীর্জা সম্রাট ও উমেদুর রহমান উমেদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সরেজমিনে দেখা গেছে, সম্মেলনস্থলে নেতা-কর্মীদের ব্যাপক ভিড়। গোটা সম্মেলনস্থলকে নানা রঙের, নানা আকারের ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড দিয়ে সাজানো হয়েছে। জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের ছবিও শোভা পাচ্ছে সেখানে।

উল্লেখ্য, শনিবার (১০ সেপ্টেম্বর) সিলেট জেলা যুবদলের সম্মেলন হয়। এতে ভোটে সভাপতি হন মুমিনুল ইসলাম মুমিন ও সাধারণ সম্পাদক হন মকসুদ আহমদ মকসুদ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain