অনুসন্ধান নিউজ :: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৩নং তেলিখাল ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে স্থানীয় চাটিবহর বাজারে অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ড আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা মো. আবরু মিয়ার সভাপতিত্বে ও নাজির আহমদ মাস্টার এর পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আফতাব আলী কালা মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাদ উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহজাহান চৌধুরী, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন বাবু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শফি উদ্দিন রেনু, প্রচার ও প্রকাশনা সম্পাদক বজলু পাঠান, সদস্য শাহ আলম।
সভায় সর্বসম্মতিক্রমে নাজির আহমদ মাষ্টারকে সভাপতি ও সায়েদ আহমদকে সাধারণ সম্পাদক করে ৮সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো. আব্দু মিয়া, মো. জৈন উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক এনাম খাঁ, সৈয়দ আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. আরস আলী, উপদেষ্ঠা মো. আবরু মিয়া। বিজ্ঞপ্তি