শিরোনাম :
আগামী শনিবার নগরের অনেক এলাকায় বিদ্যুৎ থাকবে না সীমান্তে প্রায় অর্ধ কোটি টাকার চোরাচালান আটক বিজিবি নিম্ন আয়ের মানুষের মধ্যে সেইভ বাংলাদেশ মুভমেন্ট ইউএসএ’র শীতবস্ত্র বিতরণ সিলেট ব্যাডমিন্টন একাডেমির নতুন জার্সি উন্মোচন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের বার্ষিক স্পোর্টস ও কালচারাল উইক ২০২৫ উদ্বোধন অসুস্থ সাংবাদিক আফতাবের শয্যাপাশে কয়েস লোদী সিলেটে আর্য্যশ্রাবক বনভান্তের ১০৬ তম জন্মবার্ষিকী ও বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা ফসলী জমি, মৎস্য ও পরিবেশ রক্ষার দাবীতে কৃষক এবং মৎস্যজীবিদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান সার্বিক পরিস্থিতি নিয়ে বিভাগীয় কমিশনার ও ডিআইজির সাথে সেলিমের মতবিনিময় সিলেট সদরের ৭ ইউনিয়নে ওয়ার্ল্ড ভিশন’র কার্যক্রম পরিধি

গোয়াইনঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বাইসাইকেল বিতরণ

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৮ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট :: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) ঢাকার উদ্যোগে এবং জনশক্তি ক্রীড়া ও সাংস্কৃতিক ফোরামের আয়োজনে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের টেকসই উন্নয়নে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের সভাপতিত্বে ও ইমরান আহমদ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ফৌজিয়া জান্নাতের পরিচালনায় মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে গোয়াইনঘাট ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এর মহা পরিচালক এনডিসি মো. শহীদুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুজিবুর রহমান, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, ইমরান আহমদ বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক সোলাইমান উদ্দিন, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সুবাস দাস, ইমরান আহমদ বালিকা উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য লুৎফুল হক, নিত্যান্দ নিত্যই,আরশ আলী কালা,ফারুক আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মোঃ মিনহাজ উদ্দিন প্রমুখ। উল্লেখ্য অনুষ্ঠানে গোয়াইনঘাট ইমরান আহমদ বালিকা বিদ্যালয়ের ২৯ জন শিক্ষার্থী মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain