অনুসন্ধান নিউজ :: আসন্ন সিলেট জেলা পরিষদ নির্বাচনে ১২ নং ওয়ার্ডের সদস্য পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর ঢাকা’র ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও কানাইঘাট সাতবাক ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান সিলেট জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোস্তাক আহমদ পলাশ।
আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সিলেট জেলা নির্বাচন অফিসের সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞার নিকট জেলা পরিষদের ১২ নং ওয়ার্ডের সদস্য পদে মনোনয়ন পত্র জমা দেন।
জানা যায় ১২ নং ওয়ার্ডে এলাকায় রয়েছে কানাইঘাট পৌরসভা, কানাইঘাট উপজেলা পরিষদ, কানাইঘাট দক্ষিণ বানিগ্রাম ইউপি, কানাইঘাট ঝিংগাবাড়ি ইউপি, কানাইঘাট রাজাগঞ্জ ইউপি, কানাইঘাট লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপি, কানাইঘাট সদর ইউপি, কানাইঘাট পূর্ব দিঘীরপাড় ইউপি, কানাইঘাট সাতবাক ইউপি, জকিগঞ্জ কাজল সার ইউপি ।
এসময় উপস্থিত ছিলেনএ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, কানাইঘাট পৌরসভার মেয়র লুৎফুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ফেরদৌস চৌধুরী রুহেল, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সোয়েব আহমদ, কানাইঘাট উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, কানাইঘাট পূর্ব দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী মুহিন, ঝিংগাবাড়ি ইউপি চেয়ারম্যান মাষ্টার আবু বক্কর, দক্ষিন বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাষ্টার লোকমান আহমদ, রখ্ষীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান মো: তমিজ উদ্দিন, রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান মাওলানা শামসুল ইসলাম, সাতবাক ইউপি চেয়ারম্যান আবু তাইয়্যব শামীম, জকিগঞ্জে কাজলসার ইউপি চেয়ারম্যান আশরাফুল আম্বিয়া, কানাইঘাট সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ, আব্দুল মান্নান, রেডক্রিসেন্টের আজীবন সদস্য হারুনুর রশীদ, ইউপি সদস্য শাহিকুল আলম, নাজিম উদ্দিন ময়নুল হক, ফয়সল আহমদ প্রমূখ।