নিউজ ডেস্ক :: নরসিংদীর পাঁচদোনা মোড়ে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে। গতকাল রাত্র ১ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দোকান গুলো হলো, মাসুদ রানা ইলেকট্রনিক্স এন্ড সেনেটারী, জাকির ইলেকট্রনিক্স এবং হুমায়ুন এন্টারপ্রাইজ । নরসিংদীর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্ট করে আগুন নিয়ন্ত্রনে আনে।
প্রত্যক্ষর্দশী, রাসেল মিয়া বলেন, ডাঙ্গা রাস্তার পাশে ইলেকট্রনিক্স দোকানে হঠাৎ করে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতি গ্রস্থ মাসুদ রানা ইলেকট্রনিক্স এন্ড সেনেটারী মালিক মাসুদ বলেন, আমার দোকানে মাত্র কয়েকদিন আগে ৫০ লক্ষ টাকার ইলেকট্রনিক্স মালামাল উঠাইছিলাম, আমার মোটর সাইকেল ও কেশ টাকা সহ সব পুড়ে গেছে।