অনুসন্ধান নিউজ :: আট মাস আগে খুন হওয়া এক কিশােরের পরিচয় জানতে চায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এই সময়ের মধ্যে কেউ তার পরিচয় শনাক্ত করতে পারেনি। ফলে তদন্তে অনেকটা ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।
চলতি বছরের ২৩ জানুয়ারি সিলেট শাহপরাণ থানা এলাকার উত্তর দলইপাড়া গ্রামের একটি বাগান থেকে ওই কিশােরের (১৫) লাশ উদ্ধার করে পুলিশ।
ওই এলাকার মােখলেছুর রহমানের বাগানের কেয়ারটেকার ফয়েজ আহমদ শহপরাণ থানায় দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করেন, ২৩ জানুয়ারি খবর পেয়ে পুলিশ কিশােরের লাশটি উদ্ধার করে। এসময় তার শরীরে বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায়। তার ধারণা, ছেলেটিকে কেউ হত্যা করে তাদের বাগানে লাশ ফেলে যায়। পরবর্তিতে মামলাটি থানা থেকে সিআইডিতে স্থানান্তর করা হয়। বর্তমানে মামলাটি ইন্সপেক্টর শামসুল হাবীব তদন্ত করছেন। তিনি বলেন, ছেলেটির ছবি দিয়ে বিভিন্ন ভাবে তার পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এখনাে তার পরিচয় জানা সম্ভব হয়নি। পরিচয় পাওয়া গেলে এর তদন্ত কার্যক্রমের গতি বৃদ্ধি ও স্বজনদের কাছ থেকে কােনাে ক্লু পাওয়া যেতাে।