অনুসন্ধান নিউজ :: ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০২২ ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় নগরীর মেন্দিবাগস্থ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সিনিয়র জেলা নির্বাচন অফিসার সিলেট মোহাম্মদ শুকুর মিয়া পরিচালনা মতবিনিময় সভায় সিলেট বিভাগের ভোটের তালিকা হালনাগাদ কার্যক্রম ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর সভাপতির বক্তব্য রাখেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদির।
সভায় উপস্থিত ছিলেন সিলেট আঞ্চলের বিভিন্ন স্থরের নির্বাচন কর্মকর্তা, সিলেটে কর্মরত সাংবাদিকবৃন্দ।