অনুসন্ধান নিউজ :: পর্যটন নগরী হিসেবে খ্যাত সিলেট। এখানকার নান্দনিক পর্যটনকেন্দ্রগুলো ঘুরে দেখতে প্রতিদিন শত শত পর্যটক দেশ-বিদেশ থেকে ছুটে আসেন।
ফলে সিলেট নগরীকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে চান সংশ্লিষ্টরা। বাড়াতে চান সুযোগ-সুবিধা।
এরই অংশ হিসেবে সিলেট নগরীকে ট্যুরিস্ট বাস নামানোর পরিকল্পনা গ্রহণ করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। এ ছাড়া এমসি কলেজের মাঠের চারপাশে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে (হাঁটার পথ) নির্মাণের পরিকল্পনাও আছে তাদের।
এ বিষয়ে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘পর্যটনবান্ধব এই সিলেট নগরীতে কয়েকটি ওয়াকওয়ের নির্মাণকাজ সম্পন্ন করেছি এবং কিছু ওয়াকওয়ের কাজ চলমান আছে। ধোপাদিঘী ওয়াকওয়ে, রোজভিউ সংলগ্ন উপশহর ওয়াকওয়ে, জল্লারপাড় ওয়াকওয়ের নির্মাণকাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। গোয়াবাড়ি ওয়াকওয়ে ও বালুচর ওয়াকওয়ের নির্মাণকাজও প্রায় সম্পন্ন। সাগরদিঘীরপাড় ওয়াকওয়ের নির্মাণকাজ চলমান আছে। এমসি কলেজের মাঠের চারপাশ ঘিরে নান্দনিক ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনাও আছে আমাদের।’
মেয়র বলেন, ‘আশা করছি, এসব প্রকল্প বাস্তবায়নের পর নগরবাসী এবং সিলেটে ঘুরতে আসা পর্যটকরা নগরীর মধ্যে কিছুটা হলেও সময় কাটানোর সুযোগ পাবেন।’
আরিফ বলেন, ‘পর্যটকদের সুবিধার্থে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে ট্যুরিস্ট বাস চালুরও পরিকল্পনা রয়েছে।’
অবশ্য কবে থেকে এই ট্যুরিস্ট বাস চালু হবে, এর সুনির্দিষ্ট সময়সূচি এখনও ঠিক হয়নি।