শিরোনাম :
দি সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির দ্রুত নির্বাচনের দাবিতে সিলেট ব্যবসায়ী ফোরামের মানববন্ধন নির্বাচন হবে স্বাধীন ও উৎসবমুখর : স্বরাষ্ট্র উপদেষ্টা কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৫ সিলেট-তামাবিল সড়কের সিএনজিকে ট্রাকের ধাক্কা, যুবক নিহত আমরা সবাইকে নিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে নেব-সিলেটে-জামায়াতে আমীর ডা. শফিকুর রহমান ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমরান চৌধুরী হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের, আহত ২৫ পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের কাছে দোকান মালিক ব্যবসায়ী সমিতির স্মারকলিপি গোয়াইনঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত নাগরিক পরিসর, ভৌত ও ডিজিটাল নিরাপত্তা এবং অপতথ্য মোকাবেলা’ শীর্ষক তিনদিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

সিলেটে চালু হবে ট্যুরিস্ট বাস, এমসির মাঠে হবে ওয়াকওয়ে

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: পর্যটন নগরী হিসেবে খ্যাত সিলেট। এখানকার নান্দনিক পর্যটনকেন্দ্রগুলো ঘুরে দেখতে প্রতিদিন শত শত পর্যটক দেশ-বিদেশ থেকে ছুটে আসেন।

ফলে সিলেট নগরীকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে চান সংশ্লিষ্টরা। বাড়াতে চান সুযোগ-সুবিধা।

এরই অংশ হিসেবে সিলেট নগরীকে ট্যুরিস্ট বাস নামানোর পরিকল্পনা গ্রহণ করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। এ ছাড়া এমসি কলেজের মাঠের চারপাশে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে (হাঁটার পথ) নির্মাণের পরিকল্পনাও আছে তাদের।

এ বিষয়ে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘পর্যটনবান্ধব এই সিলেট নগরীতে কয়েকটি ওয়াকওয়ের নির্মাণকাজ সম্পন্ন করেছি এবং কিছু ওয়াকওয়ের কাজ চলমান আছে। ধোপাদিঘী ওয়াকওয়ে, রোজভিউ সংলগ্ন উপশহর ওয়াকওয়ে, জল্লারপাড় ওয়াকওয়ের নির্মাণকাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। গোয়াবাড়ি ওয়াকওয়ে ও বালুচর ওয়াকওয়ের নির্মাণকাজও প্রায় সম্পন্ন। সাগরদিঘীরপাড় ওয়াকওয়ের নির্মাণকাজ চলমান আছে। এমসি কলেজের মাঠের চারপাশ ঘিরে নান্দনিক ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনাও আছে আমাদের।’

মেয়র বলেন, ‘আশা করছি, এসব প্রকল্প বাস্তবায়নের পর নগরবাসী এবং সিলেটে ঘুরতে আসা পর্যটকরা নগরীর মধ্যে কিছুটা হলেও সময় কাটানোর সুযোগ পাবেন।’

আরিফ বলেন, ‘পর্যটকদের সুবিধার্থে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে ট্যুরিস্ট বাস চালুরও পরিকল্পনা রয়েছে।’

অবশ্য কবে থেকে এই ট্যুরিস্ট বাস চালু হবে, এর সুনির্দিষ্ট সময়সূচি এখনও ঠিক হয়নি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain