শিরোনাম :
সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা থামবো না-ডাঃ শফিকুর রহমান স্কলার্সহোম মেজরটিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত আগামী জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ করতে প্রস্তুত এসএমপি: কমিশনার বিএনপি প্রার্থীর প্রচারণায় গুলির ঘটনায় সরকারের নিন্দা ২৩ ও ২৪নং ওয়ার্ডে মতবিনিময়কালে খন্দকার মুক্তাদির অবশেষে সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী সুযোগ পেলে জীবনের শেষ সময়গুলো জনগণের খেদমতে উৎসর্গ করতে চাই-মাওলানা উবায়দুল্লাহ ফারুক বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত সিলেট মহানগর ১নং ওয়ার্ড জামায়াতের কর্মী-সুধী সমাবেশ প্রাকৃতিক সৌন্দর্যের ছায়াতলে মানবিক সংকট বিকল্প কর্মসংস্থানের দাবি শ্রমিকদের

ফরিদ শেখ এর প্রাণনাশের হুমকি – প্রশাসন নিরব

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৪০০ বার পড়া হয়েছে

শরীয়তপুর প্রতিনিধি:: শরীয়তপুর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ফরিদ শেখের কাছে জিম্মি একটি পরিবার।

থানায় এবং কোটে মামলা পর প্রাণনাশের হুমকি দিচ্ছে দিনমজুর শাহাবুদ্দিন শেখ ও তার পরিবারের সদস্যদের। ফরিদ শেখ জামিনে এসে সন্ত্রাসী কায়দায় তার বিরুদ্ধ মামলা তুলে না নিলে শাহাবুদ্দিন শেখ ও তার পরিবারের সদস্যদের আগুনে পুড়িয়ে জীবন নাশের হুমকিসহ এলাকা ছাড়ার ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ রয়েছে, শাহাবুদ্দিন ও তার পরিবার। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে ফের থানায় সাধারণ ডায়েরী (জিডি) করার পরেও নিরাপদ নয় শাহাবুদ্দিন ও তাহার পরিবার।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে থেকে জানা যায়, শরীয়তপুরে সদর পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ শেখ ও তার লোকজন জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত (১৮ আগষ্ট) স্বর্ণঘোষ গ্রামের প্রতিবেশী দিনমজুর শাহাবুদ্দিন শেখের পরিবারের উপর নিঃসংশ সন্ত্রাসী হামলা চালিয়ে প্রতিবন্ধী নারী তাহমিনা আক্তারসহ পরিবারের ৫ জনকে নিঃসংশভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ হামলায় ধারালো অস্ত্র দিয়ে প্রতিবন্ধী তাহমিনার মাথায় কুপিয়ে ক্ষতবিক্ষত করলে তাহমিনার মাথার হাড় পর্যন্ত কেটে যায়। এতে তাহমিনার মাথায় ৩২টি সেলাই দেওয়া হয়। এখনও পর্যন্ত তাহমিনা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে, অন্যরা শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে।

এ সন্ত্রাসী হামলার ঘটনায় (২০ আগষ্ট) শাহাবুদ্দিন শেখ বাদী হয়ে পালং মডেল থানায় কাউন্সিলর ফরিদ শেখকে প্রধান আসামী করে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮/১০ জনের বিরুদ্ধে মামলা করে।এরপর ক্ষমতাশালী কাউন্সিলার ও তার সন্ত্রাসী বাহিনীর হাত থেকে বাঁচতে তাদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার। ক্ষমতা আর টাকার জোরে গ্রেপ্তার না হয়ে আদালত থেকে জামিন নিয়ে কাউন্সিলার ফরিদ শেখ ও তার সন্ত্রাসী বাহিনী নিয়ে ফের বিভিন্ন সময়ে ওই পরিবারকে ভয়-ভীতি দেখিয়ে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে বলে জানান শাহাবুদ্দিন ও তার পরিবার। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে বুধবার (৭ সেপ্টেম্বর) ফের থানায় সাধারণ ডায়েরি করেন শাহাবুদ্দিন শেখ।

শাহাবুদ্দিন শেখ বলেন, আমাদের বাড়ি থেকে উৎখাত করে সম্পত্তি দখলের জন্য ইয়াবা কারবারি কাউন্সিলর ফরিদ শেখ আমাদের উপর একাধিকবার হামলা করেছে। সর্বশেষ তারা হামলা করে আমার প্রতিবন্ধী মেয়ে সহ পাঁচ জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। তাহমিনা মাথায় ৩২টি সেলাই দেওয়া হয়েছে। ওর জীবন এখন বাঁচা মরা আল্লাহর হাতে তাহমিনা আশংকাজনক অবস্থায় ঢাকা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমি এ ঘটনায় মামলা করলেও পুলিশ আসামীদের গ্রেফতার করতে পারেনি। পরে আসামীরা জামিন নিয়ে এসে মামলা তুলে নেওয়ার জন্য আমাদের চাপ দিচ্ছে। মামলা তুলে না নিলে তারা আমাদের ঘরবাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিবে এবং আমাদের এলাকা ছাড়া করবে বলে হুমকি দিচ্ছে। তাদের ভয়ে আমার ছেলেমেয়েরা বাড়ি ঘরে যেতে পারছেনা। ওরা আমাদের হত্যারও হুমকি দিচ্ছে। এতে আমি ও আমার পরিবার চরম আতংকের মধ্যে রয়েছি। তাই জীবনের নিরাপত্তা চেয়ে আমি আবারও থানায় সাধারণ ডায়েরী করেছি। আমি এর সুষ্ঠু বিচার চাই।

পৌরসভার ৮ নং ওয়ার্ড স্বর্ণঘোষ গ্রামের বিল্লাল হোসেন শিকদার, দুলাল কোতোয়াল, ইয়ামিনসহ আরও অনেকেই বলেন, কাউন্সিলর ফরিদ বর্তমান অনেক টাকা পয়সার মালিক হয়ে গিয়েছেন, কালো টাকার দাপটে সবকিছু ম্যানেজ করে ফেলে। অসহায় দিনমজুর শাহাবুদ্দিন শেখ এর পরিবারের উপর একবার না বহুবার হামলা চালিয়েছে এ ফরিদ ওর ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে চায় না। তার উপযুক্ত শাস্তি হওয়া দরকার আমরা এ দাবী জানাই।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন এর কাছে বিষয়টি জানতে চাইলে তিনি মুঠোফোনে বললেন, আপনি কি চান? – সরাসরি থানায় আসেন? – আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain