শিরোনাম :
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে এবার ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ নিয়োগপত্র পরিচয়পত্র প্রদান সহ ৮ দফা দাবিতে নগরিতে প্রেস শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ আল মদিনা ইন্টারন্যাশনাল স্কুলের পিঠা উৎসব, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন সিলেট-তামাবিল সড়কে প্রাণ হারালো তিন তরুণ “আলাল এর পিতার মৃত্যুতে জগন্নাথপুর শান্তিগঞ্জ জাতীয়তাবাদী ফোরাম সিলেট “র শোক প্রকাশ” সিলেট জেলা কর আইনজীবী সমিতির ৫০ বছর পূর্তি উদযাপন রাজনৈতিক সরকার ছাড়া দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখা সম্ভব নয় : কাইয়ুম চৌধুরী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হাসান আরিফ-আর নেই ছাত্রনেতা আলাল এর পিতার মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক প্রকাশ সিলেট সীমান্তে প্রায় কোটি টাকার ভারতীয় চোরাচালান আটক করেছে বিজিবি

সিলেটে বন্যা আক্রান্ত শিশুদের পাশে বিদ্যা সিনহা মিম

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: চলতি বছরের মে-জুনে বন্যার কবলে পড়ে সিলেট অঞ্চল। বন্যায় বিপর্যস্ত শিশুদের সঙ্গে দেখা করতে এখন সিলেট সফর করছেন ইউনিসেফ বাংলাদেশের জাতীয় শুভেচ্ছাদূত বিদ্যা সিনহা মিম। গণমাধ্যমে বৃহস্পতিবার পাঠানো ইউনিসেফের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বুধবার মিম সিলেটে আসেন। বৃহস্পতিবার তিনি সিলেটে আছেন।

প্রায় দুই মাস ভয়াবহ বন্যার ফলে খাদ্য, পানি ও স্যানিটেশন–সংকটে ৩৫ লাখ শিশুসহ ৭২ লাখ মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়। বন্যাকবলিত এলাকায় যখন চিকিৎসাসুবিধা ব্যাহত ও শত শত স্কুল ক্ষতিগ্রস্ত হয়, তখন অনেক পরিবার বাধ্য হয় তাদের জিনিসপত্র ছেড়ে জরুরি আশ্রয় নিতে। দুই দিনের সফরে মিম সরাসরি দেখেছেন কীভাবে ইউনিসেফ বন্যায় ক্ষতিগ্রস্ত ল্যাট্রিন, পানি সংগ্রহ কেন্দ্র, স্কুল ও স্বাস্থ্যকেন্দ্রগুলো পুনরায় চালু এবং পুনর্নির্মাণে ভূমিকা রাখছে। মিম সমাজকর্মীদের সঙ্গেও দেখা করেন, যারা বন্যার পর শিশুদের ও তাদের পরিবারকে সহায়তা করার অভিজ্ঞতা সম্পর্কে কথা বলেন।

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় শিশুদের সঙ্গে কথা বলার পর মিম বলেন, ‘সিলেটে শিশু ও তাদের মা-বাবার কাছ থেকে যে গল্পগুলো শুনেছি, তা হৃদয়বিদারক। বন্যার কারণে তাদের জীবন ওলট-পালট হয়ে যাওয়ার মধ্যেও তারা অবিশ্বাস্য রকমের দৃঢ়তা দেখিয়েছে। আমাদেরকে অবশ্যই তাদের পাশে দাঁড়াতে হবে এবং তাদের ক্ষতি কাটিয়ে ওঠায় সহায়তা করতে হবে।’

এ সময় ১০ বছর বয়সী নাজিমুল মিমকে বলে, ‘প্রথমে যখন ঘরে পানি আসতে শুরু করে, তখন আমি কিছুই বুঝতেসিলাম না। আমার জামাকাপড়, বই, ঘরের সব জিনিস কোনো কিছুই বাদ ছিল না। সবকিছু পানিতে ভেসে যায়। আমাকে যদি স্কুলে (আশ্রয়কেন্দ্রে) না নিয়ে আসা হতো, তাহলে আমিও ভেসে যেতাম। তিন-চার দিন না খেয়ে ছিলাম। আশ্রয়কেন্দ্রে যাওয়ার পর সেখানে মুড়ি, চিড়া এসব শুকনো খাবার দেয়।’

ইউনিসেফ বলেছে, বন্যার পানি কমে যাওয়ার কয়েক মাস পরও লাখ লাখ পরিবার এখনো সেই বিপর্যয় কাটিয়ে উঠতে পারেনি। ইউনিসেফ জরুরি পানি, স্যানিটেশন, নিরাপত্তা, স্বাস্থ্য ও পুষ্টিসামগ্রী ও সেবা প্রদানে এবং পানিতে ডুবে যাওয়া, পরিবার থেকে বিচ্ছিন্নতা, সহিংসতা ও নির্যাতন থেকে শিশুদের সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে সরকারের জরুরি বন্যা মোকাবিলা কার্যক্রমে সহায়তা করে। এখন পর্যন্ত ইউনিসেফের অব্যাহত সহায়তা থেকে উপকৃত হয়েছে ১০ লাখের বেশি মানুষ, যাদের ৪০ শতাংশ শিশু।

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট বলেন, ‘মিমের সফর আমাদের মনে করিয়ে দেয় যে পানি কমার পরও বাংলাদেশের শিশুরা বন্যা ও জলবায়ু পরিবর্তনজনিত বিভিন্ন দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। আজ মিম সেই শিশুদের দুর্দশার কথা তুলে ধরছেন, যারা বন্যার কয়েক মাস পরও বিভিন্ন সমস্যার সম্মুখীন এবং যাদের এখন সহায়তা প্রয়োজন।’

চলতি বছরের মে মাসে বাংলাদেশে ইউনিসেফের জাতীয় শুভেচ্ছাদূত নিযুক্ত হওয়া মিম সিলেটের একটি চা–বাগান এবং ইউনিসেফের সহায়তাপুষ্ট একটি কিশোর-কিশোরী ক্লাবের শিশু-কিশোরদের সঙ্গেও দেখা করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain