অনুসন্ধান নিউজ :: মুক্তিযুদ্ধ মঞ্চ ৪র্থ তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা কমিটির উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুারাল এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আজ মঙ্গলবার ৪ অক্টোবর দুপুরের সিলেট জেলা প্রশাসক এর কার্যালয়ে সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুারালে শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগীয় দায়িত্ব প্রাপ্ত নুর আহমদ কামাল, মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলার সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান, মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলা সহ সভাপতি সাহিদা সুলতানা, সহ সভাপতি সহ-সভাপতি কাউসার আহমদ, সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফকির মাহমুদা আক্তার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মিন্টু মিয়া, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক সাদিকুর রহমান চৌধুরী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মিল্লাদ ছাব্বাক, জেলা সদস্য ইয়াছিন আহমদ শুভ, সদর উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চ নেতা বিলাল রেজা, লোকমান আহমদসহ মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রমুখ।