অনুসন্ধান নিউজ :: হবিগঞ্জের চুনারুঘাটে মো. এখলাছ মিয়া (২৮) নামে এক টমটম চালকের হাত-পা বাধা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলার দেউন্দি চা-বাগানের ১৫ নং সেক্টর লাইন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত এখলাছ মিয়া উপজেলার ৪ নম্বর পাইকপাড়া ইউনিয়নের মোঘড়াপাড়া এলাকার মো. আজিজুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, এখলাছ মিয়া নামে ওই যুবক পেশায় একজন টমটম চালক। বুধবার সকালে তিনি ব্যাটারিচালিত অটোরিকশা টমটম নিয়ে বাড়ি থেকে বের হন। পরে রাত ১০টার পর্যন্ত বাড়ি ফিরেনি। এরপর থেকেই তার স্বজনরা অনেক স্থানে খোজাখুজি করেও তার সন্ধান পাননি। এক পর্যায়ে দেউন্দি চা-বাগানের ১৫ নং সেক্টর লাইনের পাশের একটি ঝোপে শটিপড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা। থানা পুলিশকে খবর দেয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে, ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার (ওসি) মো. আলী আশরাফ বলেন, এখলাছ মিয়ার লাশে বেশকিছু আঘাতের চিহ্ন রয়েছে।