অনুসন্ধান নিউজ :: সিলেট মহানগরীর ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রত্যক্ষ ভোটারদের ভোটের মাধ্যমে ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম সাহেদ ও সাধারণ সম্পাদক বদরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে নগরীর কদমতলীস্থল সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের হল রুমে ত্রি বার্ষিক সম্মেলনে তারা নবনির্বাচিত হন।
নবনির্বাচিত ২৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম সাহেদ ও সাধারণ সম্পাদক বদরুল ইসলাম ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ওয়ার্ড আওয়ামী লীগের অতিথ ও ঐতিহ্য ও সুনাম রয়েছে, সেই ধারাকে লালন করে সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করতে আমরা সবাইকে সাথে নিয়ে কাজ করব ইনশাআল্লাহ।
তারা বলেন, দলের দূরদিনে আওয়ামী লীগের জন্য কাজ করায় তৃণমূল নেতাকর্মীরা আমাদের ভালোবাসার মাধ্যমে মুল্যায়ন করেছেন তার জন্য চিরঋণী।
সুন্দর ও সফল একটি সম্মেলনে উপহার দেওয়ায় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সহ সভাপতি আসাদ উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন এবং সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র, মহানগর আওয়ামী লীগের সদস্য, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বকস লিপন সহ মহানগর আওয়ামী লীগের সকল দ্বায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা জানান।