শিরোনাম :
সিলেটের বিশুদ্ধ পানির সংকট ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে বিএনপি: খন্দকার মুক্তাদির নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠবে : প্রধান উপদেষ্টা সেই ইমাকে গ্রেফতার করেছে র‌্যাব সিলেটে ৯০০ কেজি অবৈধ ভারতীয় পিঁয়াজসহ আটক ৪ ছাতক-দোয়ারায় বিএনপি শক্তিশালী ও ঐক্যবদ্ধ-কলিম উদ্দিন আহমেদ মিলন সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপ আর নেই সিলেট জেলা কর আইনজীবী সমিতির অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন উন্মুক্ত নাগরিক সংলাপে খন্দকার মুক্তাদির কোম্পানীগঞ্জে শাহ আরেফিন টিলায় ডিসি সারোয়ার আলমের অভিযান জনগণের পার্লামেন্ট না হলে অধিকার ফিরে আসবে না : মির্জা ফখরুল

সিলেটে একরাতে ৮টি ফ্লাইটের জরুরী অবতরণ

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ১৮৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ৮টি ফ্লাইটের যাত্রীদের নিয়ে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরী অবতরণ করেছে বিভিন্ন এয়ারলাইনসের বিমান। এরমধ্যে ৭ টি ফ্লাইট আন্তর্জাতিক রোডের আর অপরটি ডমেস্টিক।

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ।

তিনি সোমবার (২৪ অক্টোবর) দিবাগত রাত পৌণে ১ টায় বলেন- ঘূর্নিঝড় সিত্রাং-এর কারণে ওসমানী থেকে ফ্লাইট উঠানামা বন্ধ ছিল। কিন্তু রাত সাড়ে নয়টা থেকে এ পর্যন্ত ৮ টি ফ্লাইট ওসমানীতে জরুরি করেছে। আমরা যাত্রীদের থাকার জন্য নিরাপদ ব্যবস্থা করছি।

৮ টি ফ্লাইটের মধ্যে ৭ টিই আন্তর্জাতিক ফ্লাইট বলে নিশ্চিত করে তিনি বলেন- আমাদের এখানে ৮ টি ফ্লাইট ইমার্জেন্সি ল্যান্ডিং করেছে। তার মধ্যে ৭টিই আন্তর্জাতিক রোডের আর অপরটি ডমেস্টিক।

তবে কতজন যাত্রী এসব ফ্লাইটে ছিলেন সেটা তিনি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেন নি।

এরআগে সোমবার সন্ধ্যায় ঘূর্ণিঝড় ‌‘সিত্রাং’র কারণে বাংলাদেশ বিমানের সিলেট-ঢাকা রোডের রাত সাড়ে ৯টা ও ১০টা ১০ মিনিটের ফ্লাইট বাতিল করা হয়। এরপর থেকে ওসমানীতে আরও কোনো ফ্লাইট অবতরণ করে নি৷ তবে রাত সাড়ে নয়টা থেকে একএক করে ৮ টি ফ্লাইট ইমার্জেন্সি ল্যান্ডিং করে ওসমানীতে।

যতো সময় যাচ্ছে ততোই জরুরি অবতরণ করা বিমানের সংখ্যা বাড়ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain