অনুসন্ধান নিউজ :: কোডেক্সপ্রো এর উদ্যোগে কোডিংয়ের ভবিষ্যৎ নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২ নভেম্বর) বুধবার সিলেট নগরীর শাহীঈদগাহস্থ স্কলার্সহোম স্কুল এন্ড কলেজে ছাত্র-ছাত্রীদের দুপুর ১টা থেকে শুরু হয়ে ২টায় পর্যন্ত এই সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে বক্তারা বলেন, কোডেক্সপ্রো এর উদ্যোগে এই সেমিনারের মাধ্যমে শিশুরা কম্পিউটার বিজ্ঞানের মৌলিক ধারণা পাবে। কোডিংয়ের হাতেখড়ির মাধ্যমে এর মৌলিক ধারণার সাথে পরিচিত হতে পারবে ও বেসিক অ্যানিমেশান করতে সমর্থ হবে। এভাবে এক পর্যায়ে কোডিংয়ের মাধ্যমে তারা একসময় কম্পিউটার গেমও তৈরি করতে সক্ষম হবে। এছাড়াও শিশুরা নিজেদের পোর্টফলিও, ইত্যাদি তৈরি করতে পারবে। সেমিনার শুরু হওয়ার পর কোডিং বিষয়ে জানার জন্য শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দেয়।
এসময় উপস্থিত ছিলেন, প্রিন্সিপাল লেফটেন্যান্ট কর্নেল মুনির আহমেদ কাদেরী (অব.), আইসিটি শিক্ষক রাজনেশ রতন সিংহ, মুহাম্মদ জাহিদুল ইসলাম, অনাদি কুমার ভট্টাচায, কোডেক্সপ্রো এর অপারেশন ম্যানেজার লিটন চন্দ্র দেব চৌধুরী, মার্কেটিং অফিসার আবু হেনা নূর সোহান, পরামর্শদাতা আয়েশা হায়দার চৌধুরী, ঝলক রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি