অনুসন্ধান নিউজ :: দেশ-বিদেশের সকল মানুষের রোগ মুক্তি ও সুস্থতা কামনায় হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান রাঃ স্মৃতি পরিষদের সাপ্তাহিক দুআ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ( ৩ নভেম্বর ) বাদ এশা হজরত শাহজালাল (রহ.) মাজারে মসজিদ প্রাঙ্গণে দুআ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দুআ ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, হজরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান রাঃ স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মো. দেলোয়ার হোসেন খান, সিনিয়র সহসভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, সহসাধারণ সম্পাদক হাফিজ মাওলানা হুসাইন আহমদ, এড. এমডি মঈনউদ্দীন চৌধুরী, মাওলানা ক্বারি মারুফ আহমদ, সদস্য ইমন আহমদ, মোস্তাক আহমেদ, শাহনুর আলী, ক্বারি আব্দুল মতিন প্রমুখ।
দুআ ও মিলাদ পরিচালনা করেন আশরাফুর রহমান রুমানি।