শিরোনাম :
বড়লেখায় যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ৩, পিস্তল-গুলি উদ্ধার সিলেট জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভা অনুষ্ঠিত হিয়াবরণ মোল্লাপাড়া এলাকায় মিনি নাইট ফুটবলটুর্নামেন্টের শুভ উদ্বোধন সিলেট জেলা জামায়াতের সদস্য সম্মেলন-এ্যাডভোকেট জুবায়ের চৌকস সেনা কর্মকর্তাদের হত্যার পরিকল্পনাকারীদের বিচার হবে-টুকেরবাজার সমাবেশে-খন্দকার মুক্তাদির আমরা দুর্নীতি যতটা সম্ভব কমিয়ে সংস্কার করব: জ্বালানি উপদেষ্টা “কয়ছর এম আহমদ এর হাত ধরেই সুনামগঞ্জ ৩ আসন পূণরুদ্বার হবে ইনশা আল্লাহ “খন্দকার আব্দুল মোক্তাদির গোয়াইনঘাটে কিশোরকন্ঠ মেধাবৃত্তি ২০২৪ সম্পন্ন গোয়াইনঘাটে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত ৫৩ তম জাতীয় সমবায় দিবস সিলেটে পালিত

একদিন আগেই লোকারণ্য বিএনপির সমাবেশস্থল-আলিয়ার মাঠ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ১৫৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটে বিএনপির সমাবেশ শনিবার। তবে একদিন আগেই ভরে গেছে সিলেট নগরের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ। শুক্রবার বিকেলেই পুরো মাঠ নেতাকর্মীতে পূর্ণ হয়ে যায। এরপরও কিছুক্ষণ পরপর আসছে মিছিল।

এদিকে, শুক্রবার পুরো সিলেট মিছিলের নগরে পরিনত হয়েছে। বিশেষত দুপুরের পর থেকে খন্ড খন্ড মিছিল হচ্ছে নগরে। মোটা সাইকেল নিয়েও শোভাযাত্রা হচ্ছে একটু পরপর। ধানের শীষ প্রতিক আর খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত রং বেরংয়ের টি-শার্ট পরে এসব মিছিলে অংশ নিচ্ছেন নেতাকর্মীরা। সব মিছিলেরই গন্তব্য আলিয়া মাদ্রাসা মাঠ।

বিকেলে সুনামগঞ্জের ছাতক থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমানের নেতৃত্বে কয়েকশ’ মোটরসাইকেল নিয়ে মিছিলসহকারে আসেন নেতাকর্মীরা।

মিজানুর রহমান বলেন, ধর্মঘট দিয়ে বিএনপি নেতাকর্মীদের ঘরে আটকে রাখা যায়নি। আজকে আমার সাথেই ছাতক থেকে প্রায় ১০ হাজার নেতাকর্মী সমাবেশে এসেছেন। কাল সকালে আরও অনেকে আসবেন।

নগরের চৌহাট্টা, জিন্দাবাজার, রিকাবীবাজার, লামবাজারসহ কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, কিছুক্ষণ পরপরই একেকটি মিছিল যাচ্ছে। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ধানের শীষ প্রতীক আর খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি। সবার মুখেই বিএনপির পক্ষে ও সরকারের বিরুদ্ধে নানা শ্লোগান। বাইকে, খোলা ট্রাকে, ভ্যানেও মিছিল করছেন অনেকে। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উদ্দীপনা।

এদিকে, শুক্রবার বিকেলেই পূর্ন হয়ে গেছে সমাবেশস্থল আলীয়া মাদ্রাসা মাঠ। মাঠ পেরিয়ে পাশের রিকাবীবাজার- চৌহাট্টা সড়কেও অবস্থান নিয়েছেন অনেক নেতাকর্মী। ফলে এই সড়কে যানজট লেগে আছে।

দুর দূরান্ত থেকে আসা অনেক নেতাকর্মী মাঠের মধ্যে তৈরি ‌’ক্যাম্পে’ শুয়ে-বসে থাকতে দেখা গেছে। অনেকে মাঠের মধ্যেই ঘুরে ঘুরে মিছিল করছেন। আর নেতারা ব্যস্ত মঞ্চের শেষ মূহূর্তের প্রস্তুতির কাজে। বিকেলে মাঠ ও আশপাশের এলাকায় মাইক লাগানোর কাজ চলছিলো।

সমাবেশস্থলে নানা পণ্য নিয়ে বসেছেন ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা। রয়েছে বেশ কয়েকটি খাবারের স্টল। এ ছাড়া ডা. জোবায়েদা রহমান ফুড কোর্ট নামে একটি স্টল থেকে বিনামূল্যে শুকনো খাবার ও পানি বিতরণ করা হচ্ছে। আর সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের পুত্রবধূ, মৌলভীবাজার বিএনপির সহ-সভাপতি পক্ষ থেকে বিনামূল্যে পানির স্টল দেয়া হয়েছে।

এরআগে শুক্রবার সকালেই বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানিয়েছিলেন, বিকেল থেকে এই সিলেট নগরী জনসমুদ্রে পরিণত হবে। যেটা আপনারা আগামীকাল আশা করছেন, সেটা আজকের মধ্যেই দেখবেন যে শহর লোকে লোকারণ্য হয়ে পড়বে।’

তিনি বলেন, ‘আমরা বাধা-বিপত্তি মাথায় নিয়েই আমাদের সব কাজ ১৩ বছর ধরে করছি। আপনারা দেখেন, আগামীকাল আমাদের সমাবেশ। গতকাল (বৃহস্পতিবার) থেকেই মানুষ চলে আসছেন। আমাদের দাবি এখন জনগণের দাবিতে পরিণত হয়েছে।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain