শিরোনাম :
চৌকস সেনা কর্মকর্তাদের হত্যার পরিকল্পনাকারীদের বিচার হবে-টুকেরবাজার সমাবেশে-খন্দকার মুক্তাদির আমরা দুর্নীতি যতটা সম্ভব কমিয়ে সংস্কার করব: জ্বালানি উপদেষ্টা “কয়ছর এম আহমদ এর হাত ধরেই সুনামগঞ্জ ৩ আসন পূণরুদ্বার হবে ইনশা আল্লাহ “খন্দকার আব্দুল মোক্তাদির গোয়াইনঘাটে কিশোরকন্ঠ মেধাবৃত্তি ২০২৪ সম্পন্ন গোয়াইনঘাটে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত ৫৩ তম জাতীয় সমবায় দিবস সিলেটে পালিত আগামীদিনের রাজনীতি হবে নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণের রাজনীতি-খন্দকার মুক্তাদির সিলেটের শাওন খুনের ঘটনায় ঢাকা থেকে দুজন গ্রেফতার বৈষম্যহীন রাষ্ট্র গঠনে সমাজের সব শ্রেণির মানুষের সাথে মিলে জমিয়তকে কাজ করতে হবে-মুফতি মুজিবুর রহমান জমকালো আয়োজনে আরটিসি মিডবার ফুটবল টুর্নামেন্টের লগো ও ট্রফি উন্মোচন

সিলেটের ১৯ স্থানে বসবে চেকপোস্ট-বিএনপির সমাবেশ: সর্তক অবস্থানে পুলিশ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ১১০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: শনিবার সিলেট নগরীর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আয়োজন করা হচ্ছে। ইতোমধ্যে মাঠে মঞ্চ নির্মাণসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

গণসমাবেশকে কেন্দ্র করে সর্তক অবস্থানে রয়েছে মহানগর পুলিশ। বিশৃঙ্খলা এড়াতে নগরীর প্রবেশপথসহ ১৯টি স্থানে পুলিশের চেকপোস্ট বাসানো হবে।

সিলেট মহানগর পুলিশের কমিশনার নিশারুল আরিফ শুক্রবার দুপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা জানান।

তিনি বলেন, ‘সমাবেশকে কেন্দ্র করে সিলেট মেট্রোপলিটন পুলিশের সকল প্রস্তুতি নিয়ে রেখেছে। শনিবার সমাবেশের দিন সাদা পোশাকসহ নয় শতাধিক পুলিশ থাকবে সিলেট নগরীতে। চারজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চারটি মোবইল টিম থাকবে।’

সিলেট নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, ‘অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীর বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।’

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ নানা দাবিতে দলটি আট বিভাগ ও দুই সাংগঠনিক বিভাগে সমাবেশ করছে। ইতোমধ্যে চট্টগ্রাম, ময়মসিংহ, খুলনা, রংপুর, বরিশাল ও ফরিদপুরে (সাংগঠনিক বিভাগ) সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ ছাড়া আর সব সমাবেশের সময় পরিবহন ধর্মঘট ডাকা হয়েছিল। ময়মনসিংহে ধর্মঘট না থাকলেও যান চলাচল করেনি। সিলেটের সমাবেশের আগে বিভাগের চার জেলা সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জে ধর্মঘট ডাকা হয়েছে।

আগের অভিজ্ঞতায় সমাবেশে যোগদানে সমস্যায় পড়ার শঙ্কা মাথায় রেখে ইতোমধ্যে বিএনপির নেতা-কর্মী-সমর্থকরা বিভিন্ন জেলা থেকে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আসতে শুরু করেছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain