শিরোনাম :
হিয়াবরণ মোল্লাপাড়া চ্যাম্পিয়ান লীগ নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত সিলেটে পর্যটকবাহী বাস হতে ৬৫ পিস ভারতীয় কম্বল উদ্ধার বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্যখাতে সিলেটের পশ্চাৎপদতা কাটানোর উদ্যোগ নেয়া হবে : খন্দকার মুক্তাদির সিলেট জেলা ও মহানগর বিএনপির প্রতিবাদ মিছিল সিলেটে এইচএসসি উত্তীর্ণদের সংবর্ধনা দিলো ছাত্র ইউনিয়ন নগরীর বনকলাপাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা সভা সিলেটে নতুন করে কী করতে চায় জাতীয় পার্টি নিজ উদ্যোগে দাঁড়িপাল্লার বিলবোর্ড, ব্যানার ফেস্টুন অপসারণ-মাওলানা হাবিবুর রহমান উসমান হাদীকে প্রকাশ্যে গুলির প্রতিবাদে জাগপার সিলেট মহানগরের তীব্র নিন্দা সিলেট ৬ : এমরান চৌধুরী ব্যতিক্রম, ব্যানার ফেস্টুন অপসারণে নিজেই মাঠে

আর্তমানবতার সেবায় রেড ক্রিসেন্ট অসাধারণ ভূমিকা রাখছে-নাসির উদ্দিন খান

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ১৭৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের উদ্যোগে সিলেট জেলা পরিষদ-এর চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খানকে সিলেট রেড ক্রিসেন্ট ইউনিটের সম্মানিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত শনিবার (৩ ডিসেম্বর, ২০২২ খ্রি.) সকালে রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালের সম্মেলন কক্ষে এই সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত অতিথির বক্তব্যে এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান বলেন, রেড ক্রিসেন্ট আর্তমানবতার সেবায় অসাধারণ ভূমিকা রাখছে। মানুষের পাশে দাঁড়ানোর এবং মানুষকে আপন করে নেওয়ার অভূতপূর্ব ক্ষমতা তাদের রয়েছে। আমাকে সংবর্ধনা প্রদান করে তারা কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছে। মানুষকে ভালোবেসেই মানুষের পাশে দাঁড়াতে চাই।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান মনসুজ্জামান চৌধুরী (বাবুল)-এর সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুর রহমান জামিলের স্বাগত বক্তব্যে শুরু হওয়া সংবর্ধনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আজীবন সদস্য জনাব অধ্যাপক মো জাকির হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য নুরুল আমিন,বিশিষ্ট লেখক ও কলামিস্ট রফিকুর রহমান লজু, রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের কার্যকরী পরিষদ সদস্য মো. ফৌরদৌস চৌধুরী রুহেল, সোয়েব আহমদ, মোঃ মজির উদ্দিন, আমাতুজ জহুরা রওশন জেবিন, সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি আবদুল হান্নান, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল-আজাদ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেণু, সিলেট স্কলার্স হোমের প্রিন্সিপাল ফজলুল হক প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের প্রোগ্রাম অর্গানাইজার ও সাবেক যুব প্রধান নাজিম খান। এছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের আজীবন ও বার্ষিক সদস্যবৃন্দ, যুব রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ,মাতৃমঙ্গল হাসপাতাল ও রক্ত কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ, নার্সিং কলেজের প্রিন্সিপাল , কর্মকর্তা/ কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain