অনুসন্ধান নিউজ :: সিলেট বিভাগে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ সহস্রাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-১, বাংলাদেশ। গতকাল ৩ ডিসেম্বর (শনিবার) সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার, সিলেট সিটির বালুর মাঠ, খোজারখলা ও শাহপরান থানার ভাটপাড়া এলাকার ক্ষতিগ্রস্থ সহস্রাধিক পরিবারের মধ্যে খাদ্য-সামগ্রী বিতরণ করা হয়েছে। এর আগেরদিন শুক্রবার সকালে হবিগঞ্জের আনোয়ারপুর বাইপাস রোডে ও বিকালে সিলেটের বিয়ানীবাজার উপজেলা কমপ্লেক্সে এসব এলাকার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ সহস্রাধিক পরিবারের মধ্যেও খাদ্য সামগ্রী বিতরণ করছেন তাহারা।
ক্ষতিগ্রস্থ এসব পরিবারের সদস্যদের হাতে খাদ্য-সামগ্রী তুলে দেন লায়ন্স জেলা ৩১৫বি-১ এর ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন শরিফ আলী খান এমজেএফ, আইপিডিজি লায়ন শাহেনা রহমান এমজেএফ এবং ফাষ্ট ভাইস ডিষ্ট্রিক্ট গভর্নর লায়ন লুৎফুর রহমান এমজেএফ । খাদ্য-সামগ্রীর মধ্যে ছিলো- চাউল, ডাল, তৈল, পিয়াজ, লবন, আলু, মুড়ি, খাবার স্যালাইন।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্টানে সভাপতিত্ব করেন ত্রাণ সামগ্রী বিতরণ কমিটির চেয়ারম্যান লায়ন কে শেলী ও সঞ্চালনা করেন কো-চেয়ারম্যান আমিন উদ্দিন আহমদ। অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্টগভর্নরের সহধর্মিণী লায়ন রেখা শরিফ, ফাস্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নরের সহধর্মিণী রুবি আক্তার শিরিন, কেবিনেট সেক্রেটারি লায়ন মীর শফিকুল আলম কনক, ট্রেজারার লায়ন ডাঃ খন্দকার মাযহারুল আনোয়ার শাহজাহান এমজেএফ, জিএসটি কোর্ডিনেটর লায়ন আশিকুজ্জামান চৌধুরী ইমন, এডভাইজার টু ডিজিস কাউন্সিল লায়ন আসমা কামরান, লায়ন নাজনিন হোসেন, আরসি(হেডকোয়াটার) লায়ন জয়া জাহান চৌধুরী, খাদ্য সামগ্রী বিতরণ কমিটির কো চেয়ারম্যান লায়ন ইঞ্জিঃ মোহাম্মদ আবু তাহের, সেক্রেটারি লায়ন সাজুয়ান আহমদ, ট্রেজারার লায়ন মূহিতুর রহমান, সদস্য লায়ন রুজিনা আক্তার শিপা, লায়ন কাজী আব্দুল মুকিত, লায়ন ডাঃ সোলায়মান আহমদ, লায়ন হুমায়ুন কবির, লায়ন ফরিদা আক্তার শিলা,লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মহি উদ্দিন মাহি ও ট্রেজারার লিও আবু জাহের রানা। বিজ্ঞপ্তি