অনুসন্ধান নিউজ :: সিলেট জেলা পুলিশ লাইন্সে আন্তঃরেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২২ এর উদ্বোধন করা হয়েছে। গত (১১ ডিসেম্বর) সন্ধ্যায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে প্রধান অতিথি ডিআইজি বলেন- পুলিশ দায়িত্ব পালনের পাশাপাশি সকল ধরনের খেলাধুলায় অংশগ্রহণ করবে। এতে শারীরিক ও মানসিকভাবে পুলিশ সদস্যরা উৎফুল্ল হবে এবং এই উৎফুল্লতা দায়িত্ব পালনে নিজেদের পেশাদারিত্ব প্রদর্শনে সহায়ক হবে।
সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরআরএফ কমাড্যান্ট (অতি. ডিআইজি) মো. হুমায়ন কবীর ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পুলিশ ক্লাবের সদ্য নির্মিত ভেন্যুতে সিলেট রেঞ্জের ৬টি দ্বৈত এবং ৬টি একক দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে।