অনুসন্ধান নিউজ :: সিলেট নগরের তেলিহাওর এলাকা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ জানুয়ারি) সকালে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি (তদন্ত) বলেন, নিহতের নাম ফারজানা হক মিলি। তার বয়স ২৫ বছর।
তিনি জানান, সকালে এলাকাবাসীসূত্রে জানতে পেরে তারা ঘরের তালা ভেঙে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি ময়না তদন্তের জন্য সিলেটের এমএজি ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকেই আটক করা হয়নি জানিয়ে বলেন, পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।