শিরোনাম :
সিলেটে বিএনপির মিছিল, হাসিনার ফাঁসির দাবিতে স্লোগান আলতাফ হোসেন সুমনের দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ধানের শীষের পক্ষে প্রচার মিছিল জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রাঃ’র দু’দিনব্যাপী বার্ষিক ওয়াজে ১ম দিন সম্পন্ন সিলেট-৪ আসনে প্রার্থী চূড়ান্তে বিএনপি’র দ্বিধা: আলোচনায় আরিফুল হক, কিন্তু ‘ঘোষণার’ অপেক্ষা মহিলাদের সাথে মতবিনিময় সভায় খন্দকার মুক্তাদির আল্লামা মাহমুদুল হাসান রায়গড়ি রাহি’র মৃত্যুতে আরিফুল হক চৌধুরীর শোক বর্জ্য ব্যবস্থাপনায় চরম অব্যবস্থা সিলেট সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ড সিলেট নগরীর মদীনা মার্কেটে মহানগর জামায়াতের বিক্ষোভ সিলেটে দেড় কোটি টাকার চোরাইপণ্য আটক করেছে বিজিবি সিলেটের বিশুদ্ধ পানির সংকট ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে বিএনপি: খন্দকার মুক্তাদির

কান্দিগাঁওয়ে ৩২ শতক ভূমির মালিকা নিয়ে উত্তেজনা, দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ১৪১ বার পড়া হয়েছে

 

অনুসন্ধান নিউজ :: সিলেট শহরতলীর কান্দিগাঁও ইউনিয়নে ৩২ শতক ভূমির মালিকা নিয়ে দু’পক্ষের উত্তেজনা বিরাজ করছে। দখলদারী একপক্ষ নির্মান কাজ চালিয়ে যাচ্ছে জায়গার দখল নিতে। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাধাঁ দিলেও তা দখলদারীপক্ষ কর্নপাত করেনি। গত কয়েকদিন ধরে জালালাবাদ থানার সাদিপুর দিঘর মৌজার ১৮১ দাগের ৩২ শতক পিয়ারুন নেছা গংদের বাড়ি রকম ভূমিতে এ ঘটনা ঘটার এমন চিত্রে দেখা গেছে।
এ ঘটনায় সোনাতলা মইয়ারচর গ্রামের আলা উদ্দিনের স্ত্রী পিয়ারুন নেছা বাদি হয়ে সাদিপুর গ্রামের আব্দুল আলী, মানিক মিয়া, আছাব মিয়া ও আব্দুল হান্নানদেরকে আসামী করে জালালাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে পুলিশ রহস্যজনক কারনে মামলা রেকর্ড না করে উল্টো দখলদারীদের পক্ষ নিয়ে কাজ করছে বলে জানা গেছে। বর্তমানে দু’পক্ষের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছে এবং রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়রা জানান, সাদিপুর দিঘর মৌজার ১৮১ দাগের ৩২ শতক বাড়ি রকম পিয়ারুন নেছা গংদের ভূমিটি আব্দুল আলী ও মানিক মিয়া গংরা জায়গাটির দখল নিতে সীমানা দেওয়াল নির্মান কাজ চালিয়ে যাচ্ছেন। সেখানে পিয়ারুন নেছার পক্ষ নিয়ে কেউ বাঁধা প্রয়োগ করলে স্থানীয় নিরিহ লোকজনকে পুলিশকে বায়েস্ট করে চাঁদাবাজী ও বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন ভূমিখেকো চক্র আব্দুল আলী ও মানিক মিয়া গংরা। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় সেখানে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন তারা।
পিয়ারুন নেছার লিখিত অভিযোগ থেকে জানা গেছে, আসামীরা দলবদ্ধ, পরধনলোভী, আত্মসাৎকারী, ভূমিখেকো, দাঙ্গাবাজ ও লাঠিয়া প্রকৃতির লোক। তারা আইন কানুনের তোয়াক্কা না করে গায়ের জোরে চলাফেরা করে। আসামীরা দীর্ঘদিনে ধরে জোরপূর্বক ভাবে পিয়ারুন নেছা গংদের হুমকী-দমকী দিয়ে ৩২ শতক ভূমির দখল কাজ অব্যাহত রয়েছে। এমতাবস্থায় গত ১ ডিসেম্বর বিকেল ৪ টার দিকে উল্লেখিত আসামীরা দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রে-শস্ত্রে সঞ্জিত হয়ে উক্ত ভূমিতে অবৈধ সাইনবোর্ড স্থাপন করে। এতে ভূমিখেকো চক্রদের বাঁধা দিলে মামলা মোকদ্দমা, লাশ গুম ও মিথ্যা মামলা প্রাণনাশের প্রকাশ্যে হুমকী-দমকী দিয়ে অস্ত্রের মুখে তাদের তাড়িয়ে দেয়। বর্তমানে পুলিশের সেল্টারে ভূমিখেকো চক্ররা দখল কাজ চালিয়ে যাচ্ছে। তবে যেকোন সময় উক্ত স্থানে মারামারিসহ বড় ধরণের ঘটনা ঘটে যাওয়ার সম্ভবনা রয়েছে। পিয়ারুন নেছা গংদের বিরুদ্ধে পুলিশ নিরব ভূমিকা পালন করছে বলে একটি সূত্র জানিয়েছে।
গত শনিবার রাত সোয়া ৭ টার দিকে এ ব্যাপারে জালালাবাদ থানার ওসি (তদন্ত) সৈয়দ মামুন বলেন, অভিযোগ পেলে আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain