শিরোনাম :
মৌলভীবাজারের হত্যা মামলার আসামী সিলেটে গ্রেফতার গোয়াইনঘাটে আরইআরএমপি প্রকল্পের চেক প্রদান  সিলেটে ৬ লাখ টাকা আত্মসাত-পুলিশের চেষ্টায় টাকা ফেরত পেয়েছেন ওই নারী সিলেট মহানগর ২২ নম্বর ওয়ার্ডের সিরাতুন্নবী (সা.) মাহফিল সম্পন্ন সিলেটের সকল স্কুল কলেজের সামনে জেব্র ক্রসিং স্থাপনের দাবি-নিসচা সমাবেশে ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধদের নগদ অর্থ সহায়তা প্রদান ব্যাটারি চালিত যানবাহনের হয়রানি-উচ্ছেদ বন্ধ করুন: সমাজতান্রিক শ্রমিক ফ্রন্ট আফজল-ফয়সল এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাষ্ট এর উদ্দ্যোগে শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান আঞ্চলিক ইতিহাসের ছোট-বড়ো বিষয় নিয়েই জাতীয় ইতিহাস সমৃদ্ধ হয়- প্রফেসর ড. এমরান জাহান সুনামগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি কার্যক্রমের উদ্বোধন

৪৩ পরিবহণ শ্রমিক পরিবারের মধ্যে সাড়ে ৮লক্ষ টাকা বিতরণ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ৮০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেছেন, দেশের যেকোন দুর্যোগ মুহুর্তে মানবসেবায় পরিবহণ শ্রমিকরা ঝাঁপিয়ে পড়েন। তারা জীবন বাজি রেখে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করেই চলেছেন। তিনি বলেন, করোনা চলাকালীন সময় পরিবহণ শ্রমিকরা যে সকল ভয়ভীতির উর্ধ্বে উঠে যে দৃষ্টান্ত করেছেন, জাতী তা আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। তিনি আরো বলেন, সিলেট জেলা পুলিশ পরিবহণ মালিক-শ্রমিকদের সহযোগীতা নিয়ে কাজ করছে। তাই সকল পরিস্থিতিতে সকল ধরনের সহযোগীতার জন্য পরিবহণ মালিক-শ্রমিকদেরকে পাশে চায় সিলেট জেলা পুলিশ।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) দুপুরে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মৃত্যুবরণকারী ৪৩ শ্রমিক পরিবারের মধ্যে মৃত্যকালীন অনুদান প্রদান অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সিলেট জেলা ট্রাক, পিকআপ, ক্যাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ দিলু মিয়ার সভাপতিত্ত্বে ও সংগঠনের কোষাধ্যক্ষ জুলহাস হোসেন বাদল এবং নির্বাহী সদস্য মোঃ আলী আহমদ আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক, পিকআপ, ক্যাভার্ডভ্যান মালিক সমতির সভাপতি গোলাম হাদী ছয়ফুল, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি গোলাম হাফিজ লুহিত, জেলা ট্রাক, পিকআপ, ক্যাভার্ডভ্যান মালিক সমতির যুগ্ম সম্পাদক নাজির আহমদ স্বপন, সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ, সিলেট জেলা ট্রাক, পিকআপ, ক্যাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি আব্দুস সালাম, সহ সভাপতি মোঃ শরীফ আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল গফুর, যুগ্ম সম্পাদক আহমদ আলী স্বপন, সহ সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, কোষাধ্যক্ষ হুলহাস হোসন বাদল, প্রচার সম্পাদক সামাদ রহমান, দফতর সম্পাদক মোঃ বিলাল আহমদ, নির্বাহী সদস্য আব্দুল মতিন ভিআইপি, মোঃ সফিক মিয়া, আব্দুল জলিল, প্রমূখ।
মৃত্যুকালীন অনুদান প্রদান অনুষ্টানে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মৃত্যুবরণকারী ৪৩ শ্রমিক পরিবারের মধ্যে প্রায় সাড়ে ৮লক্ষ টাকা নগদ বিতরণ করা হয়। উল্লেখ্য, বিগত দিনে প্রতি শ্রমিক পরিবারকে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হলেও এবার নতুন সভাপতি প্রতিশ্রুতি অনুযায়ী মোঃ দিলু মিয়ার পরিষদ প্রতি পরিবারকে ৪০ হাজার টাকা প্রদান করেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain