শিরোনাম :
সিলেটে এসএমপি ও রাউন্ড টেবিল বাংলাদেশের সাইকেল র‌্যালি বিএনপি সরকার গঠন করলে সিলেটে আধুনিক স্বাস্থ্যসেবাকেন্দ্র স্থাপন করা হবে-খন্দকার মুক্তাদির ধানের শীষের প্রার্থী খন্দকার মুক্তাদিরে’র নির্বাচনি প্রচারণায়-আফসর খান বিশ্ব ডায়াবেটিস দিবস আজ বন্ধুর সঙ্গে ঢাকায় গিয়ে ২৬ টুকরা হলেন রংপুরের আশরাফুল, নেপথ্যে কী? একুশে পদক প্রাপ্ত মহামান্য সংঘরাজ ড.জ্ঞানশ্রী মহাস্থবির’র মহাজীবনের অবসানে বাবৌযুপ সিলেটের শোক সুনামগঞ্জে ব্যবসায়ীদের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আটক ৬ নৈরাজ্য প্রতিরোধে সিলেটে ইসলামী আন্দোলনের অবস্থান কর্মসূচি সিলেটে বিএনপির মিছিল, হাসিনার ফাঁসির দাবিতে স্লোগান আলতাফ হোসেন সুমনের দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ধানের শীষের পক্ষে প্রচার মিছিল

ব্যাংক কর্মকর্তা হত্যা মামলায় সিলেটে ১ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৮ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ :: প্রণজিত পাল হত্যা মামলায় এক আসামীকে মৃত্যুদন্ড ও ৪ জন আসামীকে যাবজ্জীবনসহ অর্থদন্ড দেওয়া হয়েছে। মৌলভীবাজারের ব্যাংক কর্মকর্তা প্রণজিত পাল হত্যা মামলায় সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল এ রায় প্রদান করেন।

সোমবার (৬ফেব্রুয়ারি) সকালে এ রায় দেন দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মো.শাহাদৎ হোসেন প্রামানিক।

রাষ্ট্রপক্ষে স্পেশাল পি.পি সরওয়ার আহমদ চৌধুরী আবদাল বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী হলেন রিপন পাল।যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্তরা হলেন-বিমল পাল, উত্তম পাল, চিত্ত পাল এবং আশীষ পাল।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৩০ জুন রাত ৯টায় মৌলভীবাজার শমশের নগর রোডস্থ চট্টগ্রাম সেনেটারী দোকানের সামনে আসামিরা প্রণজিত পালকে জোরপূর্বক রিকশা থেকে নামান এবং রিপন পাল ডেগার দ্বারা প্রণজিত পালের বাম উরুতে আঘাত করে গুরুতর জখম করে।এসময় প্রণজিতকে ধরে রাখে অন্যান্য আসামীরা।পরে সাক্ষীরা ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এই বিষয়ে প্রণজিত পালেরন স্ত্রী বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল সিলেটে প্রেরণ করা হয়।

এদিকে, সোমবার(৬ফেব্রুয়ারি) ২২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবং দীর্ঘ শুনানী শেষে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো.শাহাদৎ হোসেন প্রামানিক আসামী রিপন পালকে মৃত্যুদন্ড এবং সহযোগী আসামী বিমল পাল, উত্তম পাল, চিত্ত পাল এবং আশীষ পাল গণকে যাবজ্জীবন কারাদন্ডসহ প্রত্যেক আসামীকে অতিরিক্ত ২০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন। রায় ঘোষণার সময় আসামীগণ আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।পরে তাদেরকে সাজা পরোয়ানা মূলে কারাগারে প্রেরণ করা হয়।

রাষ্ট্রপক্ষে বিজ্ঞ স্পেশাল পি.পি সরওয়ার আহমদ চৌধুরী আবদাল রায়ে সন্তোষ প্রকাশ করেন।আসামীপক্ষ রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপীল করবেন মর্মে জানান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain