শিরোনাম :
সিলেটে এসএমপি ও রাউন্ড টেবিল বাংলাদেশের সাইকেল র‌্যালি বিএনপি সরকার গঠন করলে সিলেটে আধুনিক স্বাস্থ্যসেবাকেন্দ্র স্থাপন করা হবে-খন্দকার মুক্তাদির ধানের শীষের প্রার্থী খন্দকার মুক্তাদিরে’র নির্বাচনি প্রচারণায়-আফসর খান বিশ্ব ডায়াবেটিস দিবস আজ বন্ধুর সঙ্গে ঢাকায় গিয়ে ২৬ টুকরা হলেন রংপুরের আশরাফুল, নেপথ্যে কী? একুশে পদক প্রাপ্ত মহামান্য সংঘরাজ ড.জ্ঞানশ্রী মহাস্থবির’র মহাজীবনের অবসানে বাবৌযুপ সিলেটের শোক সুনামগঞ্জে ব্যবসায়ীদের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আটক ৬ নৈরাজ্য প্রতিরোধে সিলেটে ইসলামী আন্দোলনের অবস্থান কর্মসূচি সিলেটে বিএনপির মিছিল, হাসিনার ফাঁসির দাবিতে স্লোগান আলতাফ হোসেন সুমনের দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ধানের শীষের পক্ষে প্রচার মিছিল

সিলেটের জালালাবাদ কলেজে একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন প্রোগ্রাম

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ হায়াতুল ইসলাম আখঞ্জী বলেছেন, বর্তমান যুগ তথ্য প্রযুক্তির প্রসারের যুগ। প্রযুক্তিনির্ভর মানসম্পন্ন শিক্ষা ছাড়া দক্ষ মেধাবী শিক্ষার্থী গড়ে তোলা সম্ভব নয়। আর মেধাবী শিক্ষার্থী ছাড়া দেশ জাতিকে এগিয়ে নেয়া সম্ভব নয়। প্রযুক্তি নির্ভর মেধাবী শিক্ষার্থীরাই আগামীর সমৃদ্ধ দেশ গড়ার হাতিয়ার। সিলেটের শিক্ষা ব্যবস্থায় জালালাবাদ কলেজ অগ্রনী ভুমিকা পালন করছে। এর ধারা অব্যাহত থাকলে সিলেটবাসী উপকৃত হবে।
তিনি সোমবার সকালে জালালাবাদ কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম এবং কলেজের বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। নগরীর সোবহানীঘাটস্থ কলেজে ক্যাম্পাসে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ব্যাংকার ও জালালাবাদ কলেজের ডিরেক্টর এ.কে.এম বদরুল আমিন।
বাংলা বিভাগের সিনিয়র প্রভাষক সালমা আক্তার ও আইসিটি বিভাগের প্রভাষক সাব্বির আহমদ মিজানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মিজানুর রহমান তাপাদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ও কলেজ কো-অর্ডিনেটর ছায়েম আহমদ চৌধুরী।
শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আয়েশা বেগম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ আব্দুস শাকুর, সমাজকর্ম বিভাগের প্রভাষক ফরিদ আহমদ। অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য রাখেন এডভোকেট সিরাজ আলী মীর।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ কলেজের বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতি প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করেন।
সভাপতির বক্তব্যে এ.কে.এম বদরুল আমিন বলেন, সিলেটে প্রথম পূর্ণাঙ্গ স্মার্ট ক্যাম্পাস হিসেবে জালালাবাদ কলেজ অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে আজকের অবস্থানে এসেছে। এক্ষেত্রে কলেজের পরিচালনা পর্ষদ, শিক্ষকমন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় জালালাবাদ কলেজ সকল ক্ষেত্রে তার সফলতা ধরে রাখতে দৃঢ় প্রতিজ্ঞ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain