শিরোনাম :
ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধদের নগদ অর্থ সহায়তা প্রদান ব্যাটারি চালিত যানবাহনের হয়রানি-উচ্ছেদ বন্ধ করুন: সমাজতান্রিক শ্রমিক ফ্রন্ট আফজল-ফয়সল এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাষ্ট এর উদ্দ্যোগে শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান আঞ্চলিক ইতিহাসের ছোট-বড়ো বিষয় নিয়েই জাতীয় ইতিহাস সমৃদ্ধ হয়- প্রফেসর ড. এমরান জাহান সুনামগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি কার্যক্রমের উদ্বোধন সিলেট চেম্বারের ‌কমিটির পদত্যাগ চান ব্যবসায়ীরা মাহমুদুর রহমানের মুক্তির দাবীতে সিলেটে বিক্ষোভ সিলেট ওসমানী মেডিকেলের নার্সদের কর্মবিরতি পালন সিলেট নিসচার মাসব্যাপী কর্মসূচীর উদ্ধোধন বিভিন্ন পূজা উদযাপন কমিটির সাথে মহানগর বিএনপির মতবিনিময় সভা

সিলেট উইমেন চেম্বারের উদ্যোগে পিঠা উৎসবে-মন্ত্রী ইমরানের পরিদর্শন

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: যান্ত্রিকতার প্রভাবে হারিয়ে যাওয়া পিঠা নতুন প্রজন্মের কাছে পরিচিতি ধরে রাখতে প্রতি বছরের মতো এবারেও সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের মাঠে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। এতে গত (১০ ফেব্রুয়ারী) সকাল ৮ টায় প্রবাসী কল্যাণ মন্ত্রী মো. ইমরান আহমদ পরিদর্শন করেন। পরবর্তীতে সকাল ১০ টায় নৃত্যের মধ্যে দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের পুলিশের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ পিপিএম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভারতের সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জাসওয়াল, সিলেট রেঞ্জার পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ, কাস্টমস এক্সারসাইজের অতিরিক্ত কমিশনার রাশেদুল আলম, বিনিয়োগ বোর্ড সিলেটের প্রধান জুলিয়া জেসমিন মিলি, আমেরিকা কর্নার সিলেটের পরিচালক মোস্তফা কামাল।
অনুষ্ঠানটি দুই অধিবেশনে হয় প্রথম অধিবেশনে নন্দিতা দত্ত ও সুমন্ত গুপ্তের যৌথ উপস্থাপনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম, ইমজা’র সাধারণ সম্পাদক গুলজার আহমদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাআলম। আরো উপস্থিত ছিলেন- নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি ও ইমজার সহ সভাপতি বিলকিস আক্তার সুমি, উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা, পরিচালক ওয়াহিদা আখলাক, তাসমিন আক্তার, রাবেয়া আক্তার রিয়া, রাহেলা জেরিন কানন, বিউটি বর্মন, নাসরিন রেগম, সদস্য সালসাবিলা কান্তা প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রদীপ প্রজ্বলন সহ গান, নৃত্য ও আবৃত্তির মধ্যে দিয়ে প্রথম অধিবেশন সমাপ্ত করা হয়। বিকালে ৪ টায় দ্বিতীয় অধিবেশন শুরু হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রশাসক মো. মজিবব রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, জেলা কালচারাল অফিসার অসিত বরন দাস গুপ্ত প্রমুখ। দ্বিতীয় অধিবেশন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain