অনুসন্ধান নিউজ :: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ শনিবার এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রদর্শনীতে গোলাপগঞ্জ উপজেলা অর্ধশতাধিক সৌখিন ও পেশাদার খামারিরা তাদের পালিত পশুপাখি নিয়ে অংশগ্রহণ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষনাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান খলকুর রহমান, ফুলবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান হানিফ আহমদ, ঢাকাদক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহিম ।
উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. জোনায়েদ কবির। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ডা. কামরুল হাসান। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মো. মারুফ হাসান।