অনুসন্ধান নিউজ :: সিলেট সদর উপজেলা টুকের বাজার ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো. সফিকুর রহমান সফিক এর আনারস প্রতীকের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত (৮ মার্চ) রাতে ১নং ওয়ার্ডের চাতলীবন্দ গ্রামবাসীর উদ্যোগে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। চাতলীবন্দ গ্রামের বিশিষ্ট মুরব্বী ও খাদিম নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কচির উদ্দিন এর সভাপতিত্বে ও মিজানুর রহমান রুমন এবং দিলোয়ার হোসেন সায়েম যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অথিতির বক্তব্যে টুকের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শহীদ আহমদ বলেন,
আল্লাহ আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি আমাকে নিতেও পারেন, তাই কোন হুমকি ভয় না করে ভয়কে জয় করতে হবে, তিনি আরোও বলেন প্রতীক মুখ্য বিষয় নয়, যদি মানুষ ভালো থাকে, তার হাল ভালো থাকে, তার কমিটমেন্ট ভালো থাকে তবে মানুষ তাকেই ভোট দেয়,আগামী ১৬ মার্চ সারাদিন আনারস মার্কার ভোট দিয়ে টুকের বাজার ইউনিয়নবাসী মো. সফিকুর রহমানকে জয়ী করবেন ইনশাআল্লাহ।
উক্ত সভায় প্রধান বক্তার বক্তব্যে টুকের বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো. সফিকুর রহমান বলেন, ‘ব্যবসা আমার পেশা, আর মানুষের সেবা করা আমার নেশা’ অতীতে আমি মানুষের সেবা করেছি, ভবিষ্যতেও মানুষের সেবা করতে চাই, টুকের বাজার ইউনিয়নকে আমি একটি স্মার্ট ইউনিয়ন হিসাবে গঠন করতে চাই, এতে আপনাদের সহযোগিতা প্রয়োজন। টুকের বাজর ইউনিয়নবাসী, আগামী ১৬ মার্চ আমাকে আনারস প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করে ইউনিয়ন বাসি সেবা করার সুযোগ দিন। তবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এক ইঞ্চি পরিমাণ মানুষের হক নষ্ট করবো না, আমি ইউনিয়নবাসীকে সাথে নিয়ে একটি স্মার্ট ইউনিয়ন গঠন করব ইনশাআল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাতলীবন্দ এলাকার বৈশিষ্ট মুরুব্বী রিয়াজ উল্লা, আবুল কালাম, মখলিছুর রহমান, মহিবুর রহামান, সিরাজ খান,আতিকুর রহমান, রাজু আহমদ,মস্তফা মিয়া, হাজী মস্তফা মিয়া,। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, কলিম উল্লাহ, তুরাব আলী, সৈইল মিয়া, মন্তাজ আলী, মিনু মিয়া, ফজলু মিয়া, জহীর মিয়া,আজির উদ্দিন, নুর আহমদ,হাফিজুর রহমান মেম্বার,আজিজুর রহমান, মহির উদ্দিন, রাহাত মিয়া, আব্দুস শহীদ, রুহেল আহমদ রয়েল, বাচ্চু মিয়া, আমির আলী ,আব্দুল গনি, বাবুল মিয়া, নেসার আহমদ, মিলাদ আহমদ, লেচু মিয়া, সোহেল আহমদ,মাসুক মিয়া, আমির মিয়া, রুহেল আহমদ, প্রবাসী সেলিম আহমদ, আব্দুস সামাদ আজাদ, পারভেজ আহমদ, সালেহ আহমদ, সাইদুর রহমান, রুমন আহমদ, মাসুদুর রহমান বাবু, রনি আহমদ, শরীফ আহমদসহ এলাকার মুরব্বী যুবকগণ উপস্থিত ছিলেন প্রমুখ।