নিউজ ডেস্ক :: সিলেটের সুরমা নদীর কিনব্রিজের নিচে গোসল করতে নেমে এক যুবক নিখোঁজ হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। সোমবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে কিনব্রিজের নিচে চাঁদনিঘাটস্থ সিঁড়িতে গোসল করতে গিয়ে এই ঘটনা ঘটে।
সিলেট সদরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র অফিসার বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জাহেদ আহমদ নামে এক ব্যক্তি কিনব্রিজ দিয়ে যাওয়ার পথে নদীতে ভাসমান অবস্থায় ওই যুবককে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে ফায়ার সার্ভিসকে জানান। পরবর্তীতে ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
সিনিয়র স্টেশন অফিসার বেলাল হোসেন বলেন, এক পথচারী নদীতে ভাসমান অবস্থায় কাউকে দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে আমাদেরকে অবগত করেন। পরে আমাদের ডুবুরিদল উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে এখনো তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। এখন পর্যন্ত পানিতে পড়া লোকের কোনো আত্মীয়স্বজন আমাদের সঙ্গে যোগাযোগ করেনি বা তার কোনো পরিচয় শনাক্ত করতে পারিনি। তবে আমরা উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছি।