অনুসন্ধান নিউজ :: সিলেট সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ডের ২৭টি মসজিদের ইমাম ও মোয়াজ্জিম এবং খাদিমদের মধ্যে ঈদ ভাতা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নগরীর পীরমহল্লায় কাউন্সিলর কার্যালয়ে এই ঈদ ভাতা বিতরণ করা হয়।
এলাকার বিশিষ্ট্য মুরব্বী গৌছুল উলূম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা পীর আব্দুল জব্বারের সভাপতিত্বে ও এলাকার মুরব্বী মুজিবুর রহমান মালদারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আফতাব হোসেন খান বলেন, বাংলাদেশের মানুষ যাতে সূখী সমৃদ্ধভাবে চলতে পারে সেই লক্ষ্যেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দৃষ্টিকোণ থেকে একের পর এক সহযোগিতা করে যাচ্ছেন। তারাই ধারাবাহিকতায় মসজিদ ও মাদ্রাসা থেকে শুরু করে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এবং দ্বীনি প্রতিষ্ঠানে তিনি সার্বক্ষনিক তদারকি করছেন। আজ ইমাম, মোয়াজ্জিম এবং খাদিমদের মধ্যে ঈদ ভাতা বিতরণ একটি উদাহরণ।
এসময় উপস্থিত ছিলেন, এলাকার মুরব্বী পুলক কবির চৌধুরী, মনির উদ্দিন, আফতাব উদ্দিন, ফরিদ আহমদ তারেক, সৈয়দ মেহেদী হাসান, মুন্না আহমদ, মনির উদ্দিন, লল্লিক আহমদ চৌধুরী, আব্দুল মজিদ রুহেল, গৌছুল আলম, লাল মিয়া, আব্দুর রহিম, সিদ্দিক আহমদ, কলিং সিংহ, আতিকুর রহমান, বিধান বাবু, সুহেল আহমদ, আতিক মিয়া, জয়নাল আহমদ, আমির হোসেন, জুবেল আহমদ, শাহনুর আলম, সায়মন আহমদ, নওসারন চৌধুরী, সচিব শহিদার রহমান মিটু প্রমুখ। বিজ্ঞপ্তি