অনুসন্ধান নিউজ :: সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর সীমান্ত এলাকা হতে ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ী এবং চশমা (সানগ্লাস) আটককেরা হয়ছে। গত ২৪ এপ্রিল সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলাধীন মন্দিরঘাট নামক স্থানে অভিযান চালিয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর একটি চৌকষ টহলদল কর্তৃক ৮১,৯১,৮০০/- (একাশি লক্ষ একানব্বই হাজার আটশত) টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ী ও চশমা (সানগ্লাস) আটক করে ।
এবিষয় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক জানান, দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সিলেট ব্যাটালিয়ন কর্তৃক গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে, গত ২৪ এপ্রিল ২০২৩ তারিখ ২০৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর একটি চৌকষ টহলদল সিলেট জেলার গোয়াইনঘাট থানাধীন মন্দিরঘাট নামক স্থানে একটি বিশেষ টহল পরিচালনা করে। এসময় বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ী ও চশমা (সানগ্লাস) নিয়ে চোরাকারবারীরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর বিজিবি’র উপস্থিতি টের পেয়ে উল্লেখিত মালামাল রেখে পলায়ন করলে বিজিবি কর্তৃক উক্ত মালামাল আটক করা হয়। উল্লেখ্য, আটককৃত ভারতীয় চোরাচালানী মালামাল কাস্টমস্ এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।