শিরোনাম :
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থেকে সুলতান মনসুর আটক সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাথে কেন্দ্রীয় ছাত্রদল মতবিনিময় জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনার সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত “অংশীজন সভা” বিশ্বনাথে বজ্রপাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু সিলেটে রামু ট্রাজেডির এক যুগকে স্মরণ করে প্রদ্বীপ প্রজ্জ্বলন ঐতিহাসিক রামু ট্রাজেডি”এর প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরাম সুনামগঞ্জে বজ্রপাতে চার জেলের মৃত্যু হৃদয়ে জকিগঞ্জ সিলেট এর সভা অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক আম্বরখানা শাখার কেক কাটা ও দোয়া মাহফিল সিলেটে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মী সভায় রাজীব আহসান

দোয়ারাবাজারে ইভটিজিং ও মাদক বিরোধী বিট পুলিশিং সভা সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১০ মে, ২০২৩
  • ৫৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলার দ্বীনেরটুক আলিম মাদ্রাসায় অনুষ্ঠিত এ সভায় সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর।

আরো বক্তব্য দেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, নরসিংপুর ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ, সমাজ সেবক কয়ছর আহমদ চৌধুরী।

ওসি দেবদুলাল ধর তার বক্তব্যে বলেন, প্রতিদিনের বিট পুলিশিং কার্যক্রমে সমাজের সর্বস্তরের জনগণের উপস্থিতিতে ব্যাপক সাড়া জাগানো উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। পুলিশ ইচ্ছা করলেই ইভটিজিং, জুয়া ও মাদকমুক্ত সমাজ গঠন করতে পারবে না। এজন্য সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

ইভটিজিং, জুয়া ও মাদকমুক্ত এলাকা গড়তে সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন, সমাজের সকল অপরাধ নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম। সমাজের সচেতন মানুষকে এসব অপরাধ নির্মুলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। সকলের সমন্বিত প্রচেষ্টায় সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখাই সম্ভব।

অপরদিকে মাদ্রাসা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, মাদ্রাসায় আসা-যাওয়ার সময় রাস্তা ঘাটে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনায় পুলিশকে জানালে দ্রুত সময়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দোষীদের আইনের আওতায় নিয়ে আসবে।

সভায় উপস্থিত ছিলেন- মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জাকির হোসেন, গোলাম মোস্তফা, ইউপি সদস্য ইশ্রাঈল আলী, সদস্যা আফরোজা খানম, শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain