২৯ মে থেকে সুনামগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২১ মে, ২০২৩
  • ৬৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: শ্রমিকদের মারধর, গাড়ি ভাঙচুর, চাঁদাবাজি, মামলা প্রত্যাহারসহ তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সুনামগঞ্জ জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। আগামী ২৯ মে থেকে সুনামগঞ্জ-সিলেট সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

 

রোববার (২১ মে) দুপুরে সুনামগ‌ঞ্জ পৌর শহ‌রের ম‌ল্লিকপু‌রে শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শ্রমিক ইউনিয়নের নেতারা এ ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সুজাউল কবির, কার্যকরী সভাপতি বোরহান উদ্দিন, সিলেট বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন।

সুনামগঞ্জ বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নুরুল হক বলেন, ‘গত ৩ মে আমরা তিন দফা দাবিতে ধর্মঘট পালনের ঘোষণা দিই। প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষনিক আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়। আশ্বাসের প্রেক্ষিতে আমরা ধর্মঘট স্থগিত রাখি। কিন্তু আজ পর্যন্ত আমাদের দাবি মানা হয়নি। তাই আগামী ২৮ মে পর্যন্ত সময় দিচ্ছি। এর ভেতরে যদি আমাদের দাবি মানা না হয় তাহলে ২৯ মে থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করা হবে।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain