শিরোনাম :
তরুণদের অবক্ষয় থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: খন্দকার মুক্তাদির বালাগঞ্জের দেওয়ান বাজারে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন সিলেটে মাদকসহ একজনকে ধরলো পুলিশ সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ফরিদ আহমদের মৃত্যুতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শোক সাব ল্যাফটেনেন্ট নাসিফকে পায়রা সমাজকল্যাণ সংঘের সংবর্ধনা নাজাতুল উম্মা একাডেমিতে বই বিতরণ অনুষ্ঠিত যারা নিজেদেরকে একমাত্র দেশপ্রেমিক রাজনৈতিক দল দাবী করেন-সিলেট রিজভী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে শীতবস্ত্র বিতরণ বছরের প্রথম দিনে সিলেট সীমান্তে আ ট ক দুই ভারতীয় নাগরিক দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ

আনোয়ারুজ্জামানের পক্ষে প্রচারণায় অংশ নিতে সিলেটে কয়েকজন প্রবাসী

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১২১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্বাচনী প্রচারে অংশগ্রহণের লক্ষ্যে যুক্তরাজ্য যুবলীগের সহ-সভাপতি ও যুক্তরাজ্য আওয়ামীলীগের কার্যকারী কমিটির সদস্য শামসাদুর রহমান রাহিন এবং যুক্তরাজ্য যুবলীগের সদস্য মিজানুর রহমান মিজানসহ ইতিমধ্যে প্রায় কয়েক জন প্রবাসী সিলেটে এসেছেন। রবিবার ( ১১ জুন) সকালে যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি নেতৃত্বে একটি প্রতিনিধি দল আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে মাঠে কাজ করার জন্য দেশে এসেছেন। এসময় তাদেরকে বিমান বন্দরে ফুল দিয়ে স্বাগত জানান, বিশ্বনাথ যুবলিগের আহবায়ক আশিক আলী, পৌর আওয়ামীলীগের আহবায়ক আলতাফ হুসেন, বিশ্বনাথ যুবলীগ নেতা মাহবুবুর রহমান, যুবলীগ নেতা রাজন আহমদ অপু’র নেতৃত্বে বিশ্বানথের বিপুল সংখ্যক নেতা কর্মী নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় যুক্তরাজ্য যুবলীগের সহ-সভাপতি ও যুক্তরাজ্য আওয়ামীলীগের কার্যকারী কমিটির সদস্য শামসাদুর রহমান রাহিন এবং যুক্তরাজ্য যুবলীগের সদস্য মিজানুর রহমান মিজান বলেন, যুক্তরাজ্য প্রবাসীসহ পুরো ইউরোপ এবং মধ্যেপ্রাচ্যর পরম বন্ধু আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের স্বার্থ রক্ষায় সদা জাগ্রত। আমরা অনেক প্রবাসী দেশে এসেছি এবং আরও অনেকেই আসছেন। বিশেষ করে আনোয়ারুজ্জামানের ভালোবাসার প্রতিদান দিতে প্রবাসীরা দেশে আসছেন। সকল প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে সিলেটবাসীর কাছে আবেদন জানাচ্ছি- ২১ জুনের নির্বাচনে নৌকা মার্কাকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য।এতে আন্তর্জাতিক বিশ্বে সিলেটসহ বাংলাদেশের মুখ আরও উজ্জ্বল হবে।

তারা আরোও বলেন আমাদের চাওয়া-পাওয়ার কিছু নেই। আমি আমার সহকর্মীদেরকে নিয়ে দেশে এসেছি। আমার স্বজন, বন্ধু আনোয়ারুজ্জামান ও নৌকার পক্ষে কাজ করার জন্য।তিনি প্রবাসীদের কল্যাণে একজন নিবেদিতপ্রাণ ব্যক্তি। আমরা তার বিজয়ের মাধ্যমে প্রবাসীদের বিজয় দেখতে চাই। আমি আশাকরি সিলেটবাসী আগামী সিটি নির্বাচনে আনোয়ারুজ্জামান চৌধুরীকে নৌকা প্রতীকের পক্ষে ভোট দিয়ে বিজয়ী করবেন। আমরা সেই বিজয়ের প্রত্যাশী।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain