শিরোনাম :
আহতদের দেখতে নিউরোসায়েন্স হাসপাতালে গেলেন ড. ইউনূস সীমান্তে পিঠ দেখাবেন না: বিজিবিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বিতর্ক সৃষ্টি হয় এমন জায়গায় হাত দেবে না সরকার: ধর্ম উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী আশরাফ ও লায়েকে সিলেটে স্বেচ্ছাসেবক দলের সংবর্ধনা মোহনা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মাছুম আহমদ এর স্মরণ সভা ও দোয়া মাহফিল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অভিযান, অস্ত্রউদ্ধার বিমান বন্দরে স্বেচ্ছাসেবক দলের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক শাহীন সংবর্ধীত আজ একমাস! বিপ্লবের ভাষা কি আমরা বুঝতে পেরেছি? পতিত স্বৈরশাসক বাংলাদেশ থেকে কিন্তু খুব বেশি দুরে নয়! শিখা অনির্বাণে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা ১৬ সেপ্টেম্বর পবিত্র মিলাদুন্নবী (সা.)

ওসমানীনগরে যে কারণে হত্যা করা হয় বৃদ্ধ ব্রজেন্দ্রকে

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ৬০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটের ওসমানীনগরে অটোরিক্সা চালক ব্রজেন্দ্র শব্দকর (৬০) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

গত বুধবার (১৪ জুন) ও বৃহস্পতিবার (১৫ জুন) ব্রাহ্মণবাড়িয়া ও ওসমানীনগর অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে ওসমানীনগর থানা পুলিশ।

রবিবার (১৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে রহস্য উদঘাটনের বিষয়টি নিশ্চিত করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, ওসমানীনগর থানার মজলিশপুর গ্রামের মৃত ফিরোজ আলীর ছেলে মো. গোলজার আলী (২৭) এবং একই গ্রামের মৃত তাহির আলীর ছেলে শিপন মিয়া (২৭)।

পুলিশ সূত্রে জান যায়, শুক্রবার (৫ মে) বিকাল ৩টার দিকে উপজেলার প্রথমপাশা কবরস্থান সংলগ্ন কেওয়ালী রাস্তার পাশ থেকে ব্রজেন্দ্রের লাশ উদ্ধার করে পুলিশ। উদ্ধারের ৩দিন পর রবিবার (৭ মে) নিহতের স্ত্রী অনি শব্দকর ওসমানীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ব্রজেন্দ্র ব্যাটারী চালিত অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

পূর্বপরিচিত আসামি গোলজার ও শিপন তার অটোরিক্সাটি চুরির উদ্দেশ্যে ভাড়া নেয়। পরে উপজেলার ৪নং বুরুঙ্গা ইউনিয়নের অন্তর্গত প্রথমপাশা সাকিনে রাস্তার পাশে মাথায় আঘাত করে হত্যা করা হয় তাকে। হত্যার পর অটোরিক্সাটি বিক্রি করে টাকা দুইজনে ভাগ করে নেয়।

গ্রেফতারের পর আসামী শিপন মিয়ার দেওয়া তথ্যে ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ঘটনাস্থলের পাশের ঝোঁপ থেকে জব্দ করা হয় এবং আসামী মো. গোলজার আলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain