শিরোনাম :
মানুষের প্রত্যাশাকে ভূলুণ্ঠিত করায় আওয়ামী লীগ ধ্বংস হয়েছে- বদরুজ্জামান সেলিম অসাম্প্রদায়িক দেশ গড়ে তুলতে বিএনপি বদ্ধপরিকর: খন্দকার মুক্তাদির তারেক রহমানের খালাসের খবরে সিলেটে আনন্দ মিছিল দিনব্যাপি বর্ণিল আয়োজনে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্পন্ন সিলেটের দুই মামলা থেকে তারেক রহমানকে খালাস সিলেট ওসমানী হাসপাতালে এই প্রথম হলো যে জটিল অপারেশন সিলেটে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি’র উদ্যোগে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা: তারেক–বাবরসহ সব আসামি খালাস গোলাপগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল বিজিবির অভিযানে ১কোটি ৯০ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ  

সিলেটে ভারী বৃষ্টির সম্ভাবনা

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ৬৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট বিভাগসহ দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়াও আট বিভাগের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

 

বুধবার (১২ জুলাই) সকালে আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সিলেট, রংপুর, ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

 

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। তিনি আরও জানান, আগামী তিন দিনে দেশের আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দিনাজপুরে ৯৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী ও ঈশ্বরদীতে ৩৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও ঢাকায় ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain